শনির নামই ভয়ের উদ্রেক করে সাধারণের মনে। তবে অনেকেই জানেন না, শনির গতিপথ এবং দৃষ্টির প্রভাব সময় এবং রাশি অনুযায়ী পাল্টে যায়। জোতিষ গণনা অনুযায়ী আগামী ২৩ মে থেকে গতিপথ পাল্টাবে শনি। এই উল্টো ঘোরার ফলে বেশ কয়েকটি রাশির জাতকদের উপর এর কুপ্রভাব পড়বে। দেখে নিন কোন কোন রাশির জাতকদের সাবধান থাকা জরুরি।
মকর রাশি
রাশির অধিপতি শনি। আর এ মুহূর্তে মকর রাশিতেই অবস্থান করছে শনি। শনি উলটোদিকে ঘোরার ফলে স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যায় জেরবার হবেন মকর রাশির জাতকরা। ঘন ঘন অসুখে পড়তে পারেন এঁরা। আর করোনা মহামারীর সময় স্বাভাবিক ভাবেই আরও বেশি সচেতন থাকা প্রয়োজন এঁদের। ২০২৫ সালে মরক রাশিতে শনি গ্রহের অর্ধ শতাব্দী পর্যন্ত অবস্থান সমাপ্ত হবে। শনি তখন মীন রাশিতে প্রবেশ করবে। সেই বছরের পর থেকে এর ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পাবেন মকর রাশির জাতকরা।
ধনু রাশি
আগেই একটি প্রবিবেদনে জানানো হয়েছে, শনির সাড়ে সাতি দশা যে সব রাশির জাতকের চলছে, তার মধ্যে অন্যতম ধনু। তবে শনি এখন সাড়ে সাতির শেষ পর্যায়ে বর্তমানে রয়েছে এই রাশিতে। জ্যওতিষ অনুযায়ী সাড়ে সাতির ফল বেশি খারাপ হয় যখন এই কঠইন সময় শেষ হওয়ার পথে থাকে। ফলে শনি উলটোদিকে ঘোরা শুরু করলে এই রাশির জাতকদের খুব সাবধানে থাকতে হবে। শনির প্রভাবে বড়সড় বিপদের আশঙ্কা রয়েছে। বড় ধরনের ক্ষতির যোগ রয়েছে ধনুর জাতকদের জীবনে। ২০২২ সালের ২৯ এপ্রিল শনি মকর রাশি থেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। তার পর থেকে ভালো সময়ের প্রত্যাশা করতে পারেন এই রাশির জাতকরা।
সিংহ রাশি
বর্তমানে শনির সাড়ে সাতি দশার প্রথম পর্যায়ে রয়েছে সিংহ রাশি। প্রথম ঢাইয়া বা আড়াই বছরের ভর্মণ কালের মধ্যে রয়েছে শনি। এই পরিস্থিতিতে শনির উলটো পথে ঘোরা শুরু হলে কর্মক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা রয়েছে এই রাশির জাতকদের। পেশাগত জীবনে নানা সমস্যা দেখা দেবে। তবে জন্মছকে শনি ভালো অবস্থানে থাকলে এই গ্রহের প্রভাবে শুভ ফল লাভ করা সম্ভব। শনির অবস্থান খারাপ হওয়ার ফলে নানা বাধা বিপত্তির মুখে পড়বেন। শারীরিক ও মানসিক অসুস্থতাও দেখা দিতে পারে।