অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya 2022) হিন্দু ধর্মের অন্যতম শুভ দিন গুলির মধ্যে একটি। এই দিনে সংসারে সুখ, সমৃদ্ধি বজায় রাখতে লক্ষ্মী-নারায়ণ ও কুবেরের পুজো করার রীতি প্রচলিত আছে, পাশাপাশি গাড়ি, বাড়ি, প্রপার্টি ও সোনা-রুপো কেনারও চল আছে। অক্ষয় তৃতীয়ায় বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশনের মতো শুভ কাজও সম্পন্ন হয়। বাংলা পঞ্জিকা অনুযায়ী, বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতেই অক্ষয় তৃতীয়া অনুষ্ঠিত হয়। এ বছর অক্ষয় তৃতীয়া বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ১৯ বৈশাখ, যা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আজ ৩ মে উদযাপন হচ্ছে।
'অক্ষয়' শব্দের অর্থ 'যা ক্ষয় হয় না'। তাই মনে করা হয়, এই দিন যা কিছু শুভ কাজ করা হয় তা অক্ষয় হয়ে থাকে। এই শুভ দিনে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের শুভেচ্ছা জানান। দেখে নিন সাম্প্রতিক কিছু SMS, Whatsapp Status এবং Wishes.
অক্ষয় তৃতীয়ার এই শুভ মুহূর্তে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।
কামনা করি ঈশ্বরের আশীর্বাদে ভরে উঠুক সবার জীবন আনন্দে।
শুভ অক্ষয় তৃতীয়া
অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা,
মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা যেন আপনার সঙ্গে থাকে।
শুভ অক্ষয় তৃতীয়া
অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনে সুখে থাকুক সবাই,
এসো সবাই মনের দরজা খুলে আনন্দে, ভালোবাসায় আজকের দিনটি কাটাই।
শুভ অক্ষয় তৃতীয়া
এই অক্ষয় তৃতীয়া আপনার জীবনে
সুখ, সমৃদ্ধি ও সুসাস্থ নিয়ে আসুক।
শুভ অক্ষয় তৃতীয়া
এই অক্ষয় তৃতীয়ায় তোমার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক, দূর হোক সকল নৈরাশ্য, সকল গ্লানি। শুভ অক্ষয় তৃতীয়া
পৃথিবী থেকে দূরীভূত হোক সব দুঃখ-কষ্ট, ব্যথা-বেদনা, পাপ-অন্যায়।
অক্ষয় তৃতীয়ার পূণ্য-পাবনে সবাইকে শুভেচ্ছা জানাই।
দুঃখ কষ্ট ভুলে গিয়ে অক্ষয় তৃতীয়ার আানন্দে মেতে উঠুক সবার মন সকলকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার ও আপনার পরিবারের সকলের জন্য রইল অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা সহ অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা।
শুভ অক্ষয় তৃতীয়া