
Alum Totka: ফিটকিরি শুধু জল বিশুদ্ধ করার উপাদান নয়, তন্ত্র ও জ্যোতিষ মতে এটি নাকি নেতিবাচক শক্তি দূর করে ভাগ্যও বদলে দিতে পারে! জানুন ঘর, স্বাস্থ্য ও অর্থভাগ্য উন্নতির গোপন টোটকা।
ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে বা জীবনে চলতে থাকা দুর্ভাগ্যের ছায়া মুছে ফেলতে মানুষ যুগ যুগ ধরে নানা তান্ত্রিক ও জ্যোতিষীয় উপায় মেনে আসছে। এমনই এক অবাক করা কিন্তু কার্যকরী বাস্তু হল, ফিটকিরি (Alum)। এটি যেমন জীবাণুনাশক ও জল বিশুদ্ধিকরক হিসেবে পরিচিত, তেমনি বাস্তু ও তন্ত্রশাস্ত্রে ফিটকিরিকে শক্তিশালী নেগেটিভ এনার্জি অ্যাবজর্ভার হিসেবে কাজ করে। বিশেষজ্ঞদের মতে, ফিটকিরির সঠিক ব্যবহার জীবনের নানা দিক, অর্থ, পরিবার, স্বাস্থ্য, এমনকি ভাগ্যও বদলে দিতে পারে।
নেতিবাচক শক্তি দূর করার বাস্তু
বাড়ির মূল দরজার উপরে বা কোণায় একটি ছোট টুকরো ফিটকিরি ঝুলিয়ে রাখলে ঘরে নাকি অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। এতে ঘরের মধ্যে শান্তি ও ইতিবাচক শক্তি বজায় থাকে বলে বিশ্বাস।
স্নানের জলে ফিটকিরি
যদি জীবনে বারবার বাধা আসে, কাজ আটকে যায় বা মানসিক অস্থিরতা তৈরি হয়, তাহলে প্রতিদিনের স্নানের জলে সামান্য ফিটকিরি মিশিয়ে নিন। এতে দেহ ও মনের ক্লান্তি দূর হয়, নেতিবাচক শক্তি নষ্ট হয় এবং স্বাস্থ্য উন্নতি ঘটে বলে বাস্তুশাস্ত্র বলছে।
ঋণমুক্তির বিশেষ উপায়
টানা তিন বুধবার, একটি বেলপাতায় ফিটকিরি ও সিঁদুর লাগিয়ে তা সুতো দিয়ে বেঁধে অশ্বত্থ গাছের গোড়ায় পুঁতে দিন। এই সহজ উপায়টি নাকি অর্থনৈতিক সমস্যার সমাধান ও ঋণমুক্তিতে সহায়ক হতে পারে।
পারিবারিক শান্তি আনতে
রাতে ঘুমানোর আগে একটি পাত্রে জল ও ফিটকিরি মিশিয়ে রেখে দিন। সকালে সেই জল ঘরের বাইরের চারপাশে ছিটিয়ে দিন। এতে ঘরোয়া বিবাদ কমে, সম্পর্কের টানাপোড়েন মিটে যায় বলে অনেকেই বিশ্বাস করেন।
স্বাস্থ্য ও সৌন্দর্যে ফিটকিরির ব্যবহার
ত্বকের যত্নে: ফিটকিরির গুঁড়ো ও গোলাপজল মিশিয়ে মুখে লাগালে ব্রণ, মৃত কোষ ও দাগ দূর হয়। ত্বক হয় উজ্জ্বল।
দাঁতের যত্নে: ফিটকিরি গুঁড়ো ও লবণ একসঙ্গে কুচি করলে মুখের দুর্গন্ধ ও ব্যাকটেরিয়া দূর হয়।অ্যান্টিসেপটিক হিসেবে: দাড়ি কাটার পর বা ছোটখাটো কেটে গেলে ফিটকিরি ঘষলে রক্তপাত বন্ধ হয় এবং জীবাণু নষ্ট হয়।
দুর্গন্ধ দূর করতে: ফ্রিজ বা ঘরের দুর্গন্ধযুক্ত কোণে একটি ফিটকিরির টুকরো রেখে দিন— গন্ধ মুহূর্তে মিলিয়ে যাবে।
তন্ত্রশাস্ত্রে  ‘ফিটকিরি’র মাহাত্ম্য
তন্ত্রশাস্ত্র বলছে, ফিটকিরি এমন এক পদার্থ যা অশুভ প্রভাবকে শোষণ করে নেয় এবং আশেপাশের পরিবেশে ইতিবাচক কম্পন ছড়িয়ে দেয়। এটি নিয়মিত ঘরে রাখলে সৌভাগ্য বৃদ্ধি পায় এবং জীবনের নানা বাধা দূর হয়।