Advertisement

Laughing Buddha: পেট ঘষলেই টাকা দেয়, বাড়ির কোথায় রাখবেন লাফিং বুদ্ধ?

Laughing Buddha: ফেংশুই মতে লাফিং বুদ্ধার মূর্তি ঘরে রাখা অত্যন্ত শুভ। বিশ্বের বিভিন্ন দেশেই ঘরে পজিটিভ শক্তির জন্য লাফিং বুদ্ধার মূর্তি রাখার প্রচলন রয়েছে। আমাদের দেশেও অনেকেই বাড়িতে লাফিং বুদ্ধা রাখেন।

লাফিং বুদ্ধলাফিং বুদ্ধ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jul 2025,
  • अपडेटेड 6:44 PM IST
  • ফেংশুই মতে লাফিং বুদ্ধার মূর্তি ঘরে রাখা অত্যন্ত শুভ।

ফেংশুই মতে লাফিং বুদ্ধার মূর্তি ঘরে রাখা অত্যন্ত শুভ। বিশ্বের বিভিন্ন দেশেই ঘরে পজিটিভ শক্তির জন্য লাফিং বুদ্ধার মূর্তি রাখার প্রচলন রয়েছে। আমাদের দেশেও অনেকেই বাড়িতে লাফিং বুদ্ধা রাখেন। ফেংশুই অনুসারে লাফিং বুদ্ধাকে 'Buddha of Wealth' বা সমৃদ্ধির বুদ্ধ বলা হয়ে থাকে। এই মূর্তি রাখলে বাড়িতে সম্পদ ও সমৃদ্ধি প্রবেশ করে বলে মনে করা হয়। বৌদ্ধশাস্ত্রেও লাফিং বুদ্ধার গুরুত্ব রয়েছে। কিন্তু লাফিং বুদ্ধ যদি ভুল দিকে রাখা হয় তাহলে হিতে বিপরীত হতে পারে। 

কীভাবে রাখবেন লাফিং বুদ্ধ
সব সময় বাড়ির পূর্ব দিকে লাফিং বুদ্ধার মূর্তি বসাবেন। বাড়ির পূর্ব দিককে সৌভাগ্যের দিক বলে মনে করা হয়। পরিবারে অশান্তি থাকলেও লাফিং বুদ্ধার প্রভাবে তা ঠিক হতে পারে। ফেংশুই অনুসারে প্রতিটি মানুষের নিজস্ব শুভ দিক রয়েছে। আপনার শুভ দিক কোনটা তা জেনে নিয়ে সেই দিকে লাফিং বুদ্ধা রাখতে জীবনে উন্নতি করবেন।

অফিস ডেস্কে লাফিং বুদ্ধ
অফিসে ডেস্কের ওপরে লাফিং বুদ্ধা রাখতে পারেন। এর ফলে কেরিয়ারে উন্নতি হবে। বস ও সহকর্মীদের সঙ্গেও সম্পর্ক ভালো হবে। পড়ার টেবিলে লাফিং বুদ্ধা পড়াশোনায় মন বসবে ছাত্রছাত্রীদের।

কী করবেন লাফিং বুদ্ধকে
বাড়িতে লাফিং বুদ্ধা রাখলে প্রতিদিন এই মূর্তির মোটা পেট ভালো করে ঘসে দেবেন। এর ফলে লাফিং বুদ্ধা খুশি হয়ে আপনাকে আর্থিক সমৃদ্ধি দান করবে বলে মনে করা হয়। তবে বিরক্ত হয়ে কেউ বলল বলে এটা করবেন না। তাহলে হীতে বিপরীত হতে পারে। নিজের মনে আনন্দ এনে কাজটা করুন, ফল পাবেন।

কোথায় রাখবেন না
ফেংশুই অনুসারে লাফিং বুদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মূর্তির প্রতি অসম্মান প্রদর্শন করলে জীবনে বড় ক্ষতি হতে পারে। বাথরুম, রান্নাঘর বা মেঝেয় লাফিং বুদ্ধা রাখবেন না। বৈদ্যুতিন সামগ্রী, বিদ্যুতের তার বা সমানে আওয়াজ হয় এমন কোনও কিছুর সামনে এই মূর্তি রাখা ঠিক নয়। মূর্তিটি এমন ভাবে রাখবেন যাতে এটি আপনার চোখের সরাসরি থাকে। চোখ নীচু করে বা মাথা ঝুঁকিয়ে যেন লাফিং বুদ্ধা দেখতে না হয়। গৃহপ্রবেশ বা দীপাবলিতে উপহার হিসেবে লাফিং বুদ্ধা দিতে পারেন। তবে ফেংশুইতে বিশ্বাস করেন না এমন কাউকে এটি উপহার হিসেবে দেবেন না। কারণ এই মূর্তির প্রতি অসম্মান প্রদর্শন করলে তা ক্ষতিকর।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement