Advertisement

Hanuman Vastu Tips: কোনদিকে রাখবেন পঞ্চমুখী হনুমান? সঠিক দিশায় রাখলেই দূর হবে বাস্তু দোষ

বাধা-বিঘ্ন সব দূর করে আপনাকে নেতিবাচকতা থেকে দূরে সরিয়ে রাখেন হনুমানজি বা বজরংবলী। তাই অনেকেই মনের শান্তির জন্য হনুমান চালিসা পড়েন। বাস্তুমতে বাড়িতে হনুমানজির ছবি বা মূর্তি রাখা খুবই শুভ। তবে এই ধরনের মূর্তি রাখলে সবচেয়ে ভাল প্রভাব দেখা যায় বাড়ির বাস্তুতে।

বাড়ির কোনদিকে রাখবেন পঞ্চমুখী হনুমান?বাড়ির কোনদিকে রাখবেন পঞ্চমুখী হনুমান?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Nov 2025,
  • अपडेटेड 6:39 PM IST
  • বাধা-বিঘ্ন সব দূর করে আপনাকে নেতিবাচকতা থেকে দূরে সরিয়ে রাখেন হনুমানজি বা বজরংবলী।

বাধা-বিঘ্ন সব দূর করে আপনাকে নেতিবাচকতা থেকে দূরে সরিয়ে রাখেন হনুমানজি বা বজরংবলী। তাই অনেকেই মনের শান্তির জন্য হনুমান চালিসা পড়েন। বাস্তুমতে বাড়িতে হনুমানজির ছবি বা মূর্তি রাখা খুবই শুভ। তবে এই ধরনের মূর্তি রাখলে সবচেয়ে ভাল প্রভাব দেখা যায় বাড়ির বাস্তুতে। বাস্তুশাস্ত্র মতে ঘরে পঞ্চমুখী হনুমান জির ছবি লাগালে নেতিবাচক শক্তি দূর হয়, বাস্তু দোষ কাটে ও পরিবারের উপর শুভ শক্তির প্রভাব পড়ে। কিন্তু কোনদিকে রাখা সঠিক আসুন জেনে নিই। 

পঞ্চমুখী হনুমানজির তাৎপর্য
পঞ্চমুখী হনুমানজির পাঁচটি মুখ আলাদা আলাদা দিক ও গুণের প্রতীক। পূর্ব দিকে থাকা বানর মুখ শত্রুদের পরাস্ত করে। পশ্চিমে গরুড় মুখ সমস্ত বাধা দূর করে। উত্তর দিকে বরাহ মুখ খ্যাতি ও শক্তি প্রদান করে। দক্ষিণে নৃসিংহ মুখ ভয় নাশ করে। আর আকাশমুখী ঘোড়ার মুখ মনোকামনা পূর্ণ করে। এই ছবি ঘরে ইতিবাচক শক্তি ও সমৃদ্ধি আনে।

বাড়ির দরজায়
বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির প্রধান দরজায় পঞ্চমুখী হনুমানজির ছবি লাগানো সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এটি খারাপ শক্তিকে ঘরে প্রবেশ করতে বাধা দেয়। এমন ছবি বেছে নিন যেখানে হনুমান জি দক্ষিণমুখী। এতে নেগেটিভ এনার্জি রোধ হয় এবং পরিবারে সৌভাগ্য আসে। প্রধান দরজাটি সর্বদা পরিষ্কার ও সুশৃঙ্খল রাখুন।

ঘরের মধ্যে কোনদিকে রাখবেন
বাস্তুমতে, ঘরের দক্ষিণ-পশ্চিম কোণে পঞ্চমুখী হনুমানজির ছবি লাগালে সমস্ত বাস্তু দোষ দূর হয়। এই কোণটি স্থিরতা ও সমৃদ্ধির প্রতীক। ছবিটি এমনভাবে লাগান যাতে হনুমানজি দক্ষিণ মুখে থাকেন, কারণ এই দিক থেকে সবচেয়ে বেশি নেতিবাচক শক্তি প্রবেশ করে। এতে ঘরে ইতিবাচকতা ও সুস্থতা বাড়ে। প্রতিদিন সম্ভব না হলে অন্তত মঙ্গলবার ও শনিবার অবশ্যই পুজো করুন। এতে নেতিবাচক শক্তি দূর হয় এবং পরিবারে সুখ-শান্তি বজায় থাকে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement