Advertisement

Astro Tips of Eating: রোজই বিছানায় বসে খাচ্ছেন? বড় বিপদের সঙ্কেত

Astro Tips of Eating: বলা হয়, কাজকর্ম সবকিছুই করা হয়ে থাকে এই পাপী পেটের জন্য। খাবার থেকে শক্তি ও এনার্জি পাওয়া যায়। যার কারণে সেই ব্যক্তির শরীর ফিট থাকে। কিন্তু এটা অনেকেই জানেন না যে খাবার আমাদের ভাগ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। ভারতীয় পৌরাণিক বইতে খাবার খাওয়া নিয়ে বেশ কিছু নিয়মের কথা বলা হয়েছে।

খাবার খাওয়ার জ্যোতিষ নিয়মখাবার খাওয়ার জ্যোতিষ নিয়ম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jul 2025,
  • अपडेटेड 2:52 PM IST
  • কিন্তু এটা অনেকেই জানেন না যে খাবার আমাদের ভাগ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে।

বলা হয়, কাজকর্ম সবকিছুই করা হয়ে থাকে এই পাপী পেটের জন্য। খাবার থেকে শক্তি ও এনার্জি পাওয়া যায়। যার কারণে সেই ব্যক্তির শরীর ফিট থাকে। কিন্তু এটা অনেকেই জানেন না যে খাবার আমাদের ভাগ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। ভারতীয় পৌরাণিক বইতে খাবার খাওয়া নিয়ে বেশ কিছু নিয়মের কথা বলা হয়েছে। এই নিয়ম মেনে চললে আপনার ভাগ্য উজ্জ্বল হবে। 

খাবার খাওয়ার প্রথম নিয়ম
সবার প্রথমে জেনে নিন যে খাবার খাওয়ার আগে দুটো হাত, দুটো পা ও মুখ ভাল করে ধুয়ে তবেই খেতে বসা উচিত। ভেজা পায়ে খেতে বসলে আয়ু বাড়ূবে। এটাও জেনে রাখুন যে সকাল ও সন্ধেতে খাওয়ার নিয়ম রয়েছে। আপনি যখনই খেতে বসবেন পূর্ব ও উত্তর দিকে মুখ করে তবেই খেতে বসা উচিত। দক্ষিণ দিশায় বসে কখনও খেতে নেই, এতে প্রেত প্রাপ্ত হয়। পশ্চিম দিকে বসে খেলে রোগ বাড়ে। তাই এই দুই দিকে মুখ করে না খাওয়াই ভাল। 

খাটে বসে খাবেন না
শাস্ত্র অনুসারে, হাত রেখে, বিছানায় ও ভাঙা থালাতে খাবার খাওয়া উচিত নয়। এছাড়াও প্রস্রাব বা মলত্যাগের বেগ আসলে, ঝগড়ার পরিবেশে, বটগাছের নীচে খাওয়া উচিত নয়। এটি করলে ভাগ্য বিপর্যস্ত হয় এবং রোগ হয়। খাবার শুরু করার আগে, অন্ন দেবতা এবং অন্নপূর্ণা মাতার পূজা করা উচিত। তাদের ধন্যবাদ জানানোর পাশাপাশি, প্রার্থনা করা উচিত যে সমস্ত ক্ষুধার্ত মানুষ খাবার পান। জীবনে কখনও তাকে পরিবেশিত খাবারের সমালোচনা করা উচিত নয়। 

প্রথম খাবার কাদের দেবেন
স্নান করে শুদ্ধ মনে মন্ত্র জপের পরই রান্নাঘরে রান্না করা উচিত। খাবার রান্না করার পর, প্রথমে ৩টি রুটি আলাদা করে রেখে একটি গরু, কুকুর এবং কাককে খাওয়ানো উচিত। এরপর, অগ্নি দেবকে উৎসর্গ করার পরই পরিবারের সদস্যদের পরিবেশন করা উচিত। অর্ধেক খাওয়া ফল এবং মিষ্টি আবার খাওয়া উচিত নয়। একইভাবে, খাবার ছেড়ে ঘুম থেকে ওঠার পর আবার খাওয়া উচিত নয়। এছাড়াও মনে রাখবেন যে খেতে বলে চুপ করে খাওয়াই ভাল। ভাল করে চিবিয়ে খাবার খান। রাতে কখনই পেট ভরে খাওয়া উচিত নয়। 

Advertisement

এদের দেওয়া খাবার খাবেন না
যারা খাবার খাইয়ে সকলকে বলে বেড়ান তাদের হাতে কখনও খাওয়া উচিত নয়। কিপটে, যৌন কর্মী ও মাতাল লোকের দেওয়া খাবার কখনও খাবেন না। শ্রাদ্ধবাড়ির খাবার, ফুঁ দিয়ে ঠান্ডা করা খাবার, চুল পড়েছে এমন খাবার ও অনাদরে পরিবেশন করা খাবার কখনও খেতে নেই। 

Read more!
Advertisement
Advertisement