Advertisement

Astro Tips For Married Women: স্বামী বাড়ির বাইরে থাকলে ভুল করেও এই সব কাজ করবেন না, হবে ভয়ঙ্কর অমঙ্গল

স্বামীর মঙ্গল ও দীর্ঘায়ুর জন্য় নানা ধরনের ব্রত করেন মহিলারা। শিবরাত্রির দিন উপবাস করেন। পুজো-পাঠ করেন যাতে স্বামীর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটে। স্বামীরাও যে করেন না এমন নয়। বহু স্বামী স্ত্রীর সঙ্গেই শিবরাত্রির উপোস রাখেন। একসঙ্গে রুদ্রাভিষেক করেন।

স্বামী বাইরে গেলে স্ত্রীরা কী করবেন না!স্বামী বাইরে গেলে স্ত্রীরা কী করবেন না!
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 May 2022,
  • अपडेटेड 9:06 AM IST
  • ভারতীয় সমাজে স্বামী-স্ত্রীর সম্পর্ক হরগৌরীর মতো।
  • স্বামীর মঙ্গল ও দীর্ঘায়ুর জন্য় নানা ধরনের ব্রত করেন মহিলারা।
  • এমন কিছু বিশ্বাস আছে, যা চলে আসছে। এগুলি সরাসরি স্বামীর আয়ু এবং তাঁর স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত।

ভারতীয় সমাজে স্বামী-স্ত্রীর সম্পর্ক হরগৌরীর মতো। পারস্পরিক সম্মানের সঙ্গে থাকে ভাল চাওয়াও। স্বামীর মঙ্গল ও দীর্ঘায়ুর জন্য় নানা ধরনের ব্রত করেন মহিলারা। শিবরাত্রির দিন উপবাস করেন। পুজো-পাঠ করেন যাতে স্বামীর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটে। স্বামীরাও যে করেন না এমন নয়। বহু স্বামী স্ত্রীর সঙ্গেই শিবরাত্রির উপোস রাখেন। একসঙ্গে রুদ্রাভিষেক করেন। সেজন্যই ভারতীয় সংস্কৃতিকে স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয়। এমন কিছু বিশ্বাস আছে, যা চলে আসছে। এগুলি সরাসরি স্বামীর আয়ু এবং তাঁর স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত।  না মানলে সংসারে দুর্যোগের কালো মেঘ ঘনিয়ে আসে। স্বামীর ঘর থেকে বাইরে যাওয়ার পর এই কাজগুলি না করাই শ্রেয়।


মহিলাদের চুল ধোয়া উচিত নয়

বিশ্বাস করা হয় যে স্বামী যখন কোনও কাজে বাড়ির বাইরে যান, তখন মহিলাদের নিজের চুল ধোয়া উচিত নয়। চুল খুলে ঝাট দেওয়াও অনুচিত। যদি কোনও মহিলা এমনটা করেন তাহলে দাম্পত্য দাম্পত্যের উপর প্রভাব ফেলে। এছাড়া সংসারে অর্থ সংকট দেখা দেয়। 
 
তেল ব্যবহার

আরও পড়ুন

স্বামী চলে যাওয়ার পরে মহিলাদের শরীরে তেল ব্যবহার বা চুলে তেল দেওয়া উচিত নয়। যদি কোন মহিলা এমনটা করেন তবে সেই অভ্যাসের জন্য কমে যেতে পারে স্বামীর বয়স। স্বামী চলে যাওয়ার কয়েক ঘণ্টা পর মাথায় তেল দেওয়া যেতে পারে।

জল দিয়ে ঘর ধোয়া

স্বামী ঘর থেকে বের হওয়ার পর জল ঢালা উচিত নয়। ঘরে জল ঢেলে ধোবেন না। যে কোনও ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ এড়িয়ে চলুন। তাই স্বামী ঘর থেকে বের হওয়ার পর জল ঢেলে সাফাই করবেন না। 

ভেজা চুলে সিঁদুর লাগাবেন না
 
বিবাহিত মহিলারা ভাল করে জেনে রাখুন কখনও ভেজা চুলে সিঁদুর লাগাবেন না। ভেজা চুলে সিঁদুর মুছে যেতে পারে। তা অশুভ হিসেবে বিবেচিত হয়। চুল ঠিকমতো শুকিয়ে গেলেই তবেই সিঁদুর লাগান।

শৃঙ্গার খুলে ফেলবেন না

Advertisement

স্বামী ঘর থেকে বের হওয়ার পর অনেক নারীই সাজগোজের যত্ন নেন না। সঙ্গে সঙ্গে চুড়ি বা টিপ খুলে ফেলেন। এটা অমঙ্গলজনক। বিবাহিত মহিলারা এমনটা করবেন না। স্বামী যাওয়ার অনেকক্ষণ পর চুড়ি বা টিপ খুলে রাখুন।   

Read more!
Advertisement
Advertisement