Advertisement

Rahu Effect 2025: ২০২৫-এ তোলপাড় করবে রাহু, পাপী গ্রহের প্রভাবে ৩ রাশির শিরে সংক্রান্তি

Rahu Effect 2025: জ্যোতিষ শাস্ত্রে রাহুকে এমন এক গ্রহ বলে মনে করা হয়, যে মানুষের জীবনে রহস্যময়ভাবে প্রভাব ফেলে। তবে জ্যোতিষে রাহুর বেশ মাহাত্ম্য রয়েছে। রাহু সবসময়ই উল্টো চালে এগিয়ে যায় এবং প্রায় ১৮ মাস পর্যন্ত একই রাশিতে বিরাজ করে।

রাহুর গোচর ২০২৫ সালে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Nov 2024,
  • अपडेटेड 11:43 AM IST
  • জ্যোতিষ শাস্ত্রে রাহুকে এমন এক গ্রহ বলে মনে করা হয়, যে মানুষের জীবনে রহস্যময়ভাবে প্রভাব ফেলে।

জ্যোতিষ শাস্ত্রে রাহুকে এমন এক গ্রহ বলে মনে করা হয়, যে মানুষের জীবনে রহস্যময়ভাবে প্রভাব ফেলে। তবে জ্যোতিষে রাহুর বেশ মাহাত্ম্য রয়েছে। রাহু সবসময়ই উল্টো চালে এগিয়ে যায় এবং প্রায় ১৮ মাস পর্যন্ত একই রাশিতে বিরাজ করে। বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে, এই সময় রাহু মীন রাশিতে বিরাজ করছে, কিন্তু ১৮ মে ২০২৫ সালে এই গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আসুন জেনে নিই যে এই গোচর কোন কোন রাশির ওপর পড়তে চলেছে। 

বৃষ রাশি
রাহুর কুম্ভ রাশিতে প্রবেশ করতেই বৃষ রাশির জাতকদের অশান্তি বাড়তে চলেছে। এই সময় বৃষ রাশির জাতকদের রাগের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। তবে এই সময় তারা সঞ্চয় করতে সফল হবে। এই সময় হঠাৎ করে এমন কিছু ঘটতে পারে যার প্রভাব আপনাদের আমদানিতে পড়বে। খরচ বাড়তে পারে। চাকরিতে আপনার পদোন্নতি আটকে যেতে পারে। ব্যবসায় লোকসান হওয়ায় ব্যবসায়ীদের বিপদ বাড়বে। পড়ুয়াদের মনোযোগ বিঘ্ন হবে। পরিবারে অশান্তি হতে পারে যার ফলে পারিবারিক আবহ নষ্ট হবে। 

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের ওপর রাহুর কুম্ভতে প্রবেশ ভারী প্রভাব ফেলবে। এই সময় আপনার কাজে সমস্যা সৃষ্টি হতে পারে। কর্মস্থানে সহকর্মীদের সঙ্গে মতভেদ দেখা যেতে পারে। পারিবারিক জীবনে মতভেদের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এই সময় আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখা দরকার। টাকা-পয়সা লেনদেনের ক্ষেত্রে সাবধান থাকুন। ঝগড়া-অশান্তি থেকে দূরে থাকাই ভাল। 

মীন রাশি
রাহুর এই গোচর মীন রাশির জাতকদের জন্য ভাল সময় আনবে না। এই সময় মনের মধ্যে তোলপাড় হতে পারে। ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। অর্থের লোকসান হবে। আর্থিক অনটনের মুখোমুখি হবেন। এই সময় খরচের দিকে মনোযোগ দিন, কারণ হঠাৎ করেই খরচ হতে পারে। ব্যক্তিগত জীবনে নিজের কারোর কাছ থেকে প্রতারিত হতে পারেন। মাথাব্যথা বা ঘুম কম হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।      

Advertisement

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে, আজতক বাংলা এটি নিশ্চিত করে না।) 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement