
হিন্দু ধর্মে মতে, ঘরবাড়ি বাস্তু মেনে তৈরি করা উচিত। শুধু তাই নয়, ঘর সাজানোর সময়ও বাস্তুর দিকে রাখতে হবে খেয়াল। তাতেই সংসারে বিরাজ করবে শান্তি। সকলের মনে দোলা দেবে খুশি। পাশাপাশি সমৃদ্ধি ধরা দেবে। আর এই কারণে বাস্তুকে শুধু ঘর সাজানোর কৌশল হিসাবে দেখা উচিত নয়। বরং এটাকে পজিটিভ এনার্জি ঘরে টেনে আনার বিজ্ঞান হিসাবে দেখা উচিত বলেই মত শাস্ত্র বিশেষজ্ঞদের।
আর এই বাস্তুই বলছে, ঘরের ভিতরের মন্দির বা ঠাকুরঘরের আলাদাই গুরুত্ব রয়েছে। এখানেই পজিটিভ এনার্জি ঘুরে বেড়ায়। তাই ঠাকুরঘর সবসময় ঘরের ঠিক দিকে তৈরি করা উচিত। এমনকী ঠাকুরের মূর্তি এবং ছবিও নির্দিষ্ট দিকেই রাখা উচিত। আর এখানেই ভুল করেন কিছু মানুষ। যার ফল ভুগতে হয়।
তাই আরও বড় সমস্যা পিছু নেওয়ার আগেই ঠাকুরঘর সম্পর্কিত বাস্তু টিপস জেনে নিন।
ঠাকুরঘর ঠিক দিকে হওয়া উচিত
বাস্তুশাস্ত্রে ঠাকুরঘরটি ঘরের ঠিক কোণে তৈরি করার বিশেষ গুরুত্ব রয়েছে। ঠাকুরঘর ভুল দিকে থাকলে পুজো করার কোনও লাব মিলবে না। এখন প্রশ্ন হল,ঠিক কোন দিকে ঠাকুরঘর তৈরি করা উচিত? তাহলে শুনুন, ঠাকুরঘর সবসময় রাখা উচিত ঘরের উত্তর পূর্ব দিকে। এই দিকেই ভগবানরা বাস করেন বলে মনে করা হয়। অপরদিকে দক্ষিণ বা পশ্চিম দিকে ঠাকুরঘর তৈরি করা অশুভ হতে পারে বলে মনে করছেন বাস্তু বিশেষজ্ঞরা।
ভেঙে যাওয়া মূর্তি ঘরে রাখবেন না
অনেকেই ঘরের অন্দরে ভেঙে যাওয়া মূর্তি রেখে দেন। আর এই ভুলটা করেন বলেই বিরাট বিপদ হওয়ার আশঙ্কা বাড়ে। পজিটিভ এনার্জির বদলে নেগেটিভ এনার্জি ঘুরে বেড়ায়।
আসলে শাস্ত্রে মনে করা হয়, কোনও ভেঙে যাওয়া মূর্তি পুজো করা হলে দেবতা প্রসন্ন হন না। বরং তিনি রেগে যান। আর সেই কারণে বিপদের আশঙ্কা থাকে।
খোলা জায়গায় মন্দির তৈরি না করা
অনেকেই ঘরের ভিতরেই মন্দির তৈরি করেন। এমনকী কেউ কেউ সিঁড়ির তলায় তৈরি করেন ঠাকুরঘর। আর এটাই ভুল। এই কারণে কিন্তু দেবতা রেগে যেতে পারেন। তার বদলে কোনও খোলামেলা জায়গায় ঠাকুরঘর তৈরি করুন।
হনুমানজিকে নিয়ে এই ভুল নয়
কোনওভাবেই ঠাকুরঘরে ভগবান হনুমানের বড় মূর্তি রাখা যাবে না। তার বদলে একটা ছোট মূর্তি রাখুন। মূর্তিটি বসার ভঙ্গিতে থাকলে বেশি ভালো। মিলবে সমৃদ্ধি।
রান্নাঘর বা টয়লেটের আশপাশে মন্দির নয়
অনেকেই জায়গার অভাবে রান্নাঘর এবং টয়লেটের আশপাশে মন্দির তৈরি করেন। আর এই ভুলে বিপদ হয়। তাই চেষ্টা করুন রান্নাঘর এবং টয়লেটের আশপাশে মন্দির না তৈরি করতে।
ভগবানের রাগি মূর্তি নয়
চেষ্টা করুন ভগবানের রাগি মূর্তি ঘরে না রাখার। তাতে অস্থিরতা বাড়তে পারে। তার বদলে হাসিমুখের ছবি বা মূর্তি রাখুন। তাহলে ঘরে পজিটিভ এনার্জি বিরাজ করবে।