Advertisement

Basanti Puja Chaitra Navratri 2022: কবে বাসন্তীপুজো? জানুন ঘটস্থাপনের পদ্ধতি ও শুভ মুহূর্ত

Chaitra Navratri 2022 Dates: কবে রাম নবমী? চৈত্র নবরাত্রি বা বাসন্তীপুজো কবে শুরু হচ্ছে? জানুন শুভ মুহূর্ত, তিথি ও ঘটস্থাপনার বিধি।

কবে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি? জানুন দিনক্ষণ। কবে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি? জানুন দিনক্ষণ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Mar 2022,
  • अपडेटेड 1:30 PM IST
  • ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি।
  • শুভ মুহূর্ত ও পুজোপদ্ধতি জানুন।
  • জেনে নিন ঘটস্থাপনার পদ্ধতি।

কালের নিয়ম শারদীয় অকাল বোধন হয়ে উঠেছে বাংলার আপন উৎসব। তবে বাসন্তী পুজো বা চৈত্র নবরাত্রিরও আলাদা তাৎপর্য রয়েছে সনাতন ধর্মে। কথিত, এই সময় পুজো-অর্চনা করলে দেবীর কৃপা মেলে। সুখ-সমৃদ্ধি, অর্থ প্রাপ্তি হয়। বছরভর চারবার নবরাত্রি আসে। চলতি বছর ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে নবরাত্রি। 

ঘটস্থাপনা

বাসন্তীপুজোয় ঘটস্থাপনের ব্যাপারে অনেকে জানেন না। ঘট আসলে বিষ্ণুর রূপ। দুর্গাপুজোর আগে কলসের পুজো করা হয়। পুজোস্থলে ঘটস্থাপনের আগে গঙ্গাজল দিয়ে পরিষ্কার করুন। সব দেবদেবীদের আমন্ত্রণ করতে হয়। ঘটস্থাপনের পর গণেশ ও দুর্গার আরতি করে শুরু হয় ব্রত।          

আরও পড়ুন

ঘটস্থাপনার শুভ মুহূর্ত (Chaitra Navratri 2022 Ghatasthapana Shubh Muhurat)

ঘটস্থাপনা-  শনিবার, ২ এপ্রিল, ২০২২
ঘটস্থাপনার শুভ মুহূর্ত - সকাল ৬টা ২২ মিনিট থেকে ৮টা ৩১ মিনিট পর্যন্ত
শুভ সময়- ২ ঘণ্টা ৯ মিনিট 
অভিজিৎ মুহূর্ত- দুপুর ১২টা ৮ মিনিট থেকে ১২টা ৫৭ মিনিট পর্যন্ত
প্রতিপদ তিথির শুভারম্ভ- ১ এপ্রিল সকাল ১১টা ৫৩ মিনিট 
প্রতিপদ তিথি সমাপ্ত- ২ এপ্রিল ১১টা ৫৮ মিনিট 

পুজো সামগ্রী

-মা দুর্গার ছবি, চৌকি, চৌকির জন্য লাল কাপড়, আসন, দুর্গাচালিসা, দুর্গা সপ্তশতী বই   
-চুড়ি, সুগন্ধি তেল, সিঁদুর,মেহেন্দি, বিন্দি, আয়না  
জাফরান, নারকেল,আমের পাতা, ফুল, দূর্বা,  গোটা সুপারি, হলুদ,ঘি, এলাচ, জায়ফল,বেল পাতা, বাতাসা, চিনি,কর্পূর, হোমের কাঠ, কর্পূর, ধূপ, প্রদীপ, চুড়ি, মধু, কুমকুম  
-পদ্মফুল, পাঁচটি শুকনো ফল, পাঁচটি মিষ্টি,  ফুল, ফুলের মালা,  

কীভাবে ঘটস্থাপনা (Navratri Kalash Sthapana) 

সকালে উঠে স্নান করুন। পরিচ্ছন্ন পোশাক পরে নিন। পুজোস্থলের সাফাই করুন। লাল কাপড় বিছিয়ে দিন। কাপড়ের উপরে সামান্য চাল রাখুন। একটি মাটির গোলা রাখুন এবার। জলে ভর্তি একটি ঘট ওই মাটির গোলার উপরে বসিয়ে দিন। তার আগে ঘটে সিঁদুর দিয়ে স্বত্বিক চিহ্ন এঁকে নিন। ঘটে রাখুন সুপারি, কয়েন ও ধানের অক্ষত। এবার সাতটি বা পাঁচটি আমের পল্লব দিন। তার উপরে রাখুন নারকেল। নারকেলেও স্বত্বিক চিহ্ন এঁকে দিন সিঁদুর দিয়ে। ঘটে লাল চুনরি জড়িয়ে দিতে পারেন। এবার প্রদীপ জ্বালিয়ে পুজোপাঠ করুন। ঘটটি রুপো, তামা, পিতল ও মাটির হতে পারে।   

Advertisement

চৈত্র নবরাত্রি বা বাসন্তীপুজোর দিনক্ষণ  (Chaitra Navratri 2022 Dates and Puja)

 ২ এপ্রিল, ২০২২ (নবরাত্রি প্রথম দিন) শনিবার- মা শৈলপুত্রীর পুজো।
 ৩ এপ্রিল, ২০২২ (নবরাত্রি দ্বিতীয় দিন) রবিবার - মা ব্রহ্মচারিণীর পুজো।
৪ এপ্রিল, ২০২২ (নবরাত্রি তৃতীয় দিন) সোমবার- মা চন্দ্রঘণ্টা পুজো। 
৫ এপ্রিল, ২০২২ (নবরাত্রি চতুর্থ দিন) মঙ্গলবার- মা কুষ্মাণ্ডার পুজো।
৬ এপ্রিল, ২০২২ (নবরাত্রি পঞ্চম দিন) বুধবার - স্কন্দমাতার পুজো।
৭ এপ্রিল, ২০২২ (নবরাত্রি ষষ্ঠ দিন) বৃহস্পতিবার- কাত্যায়নী পুজো।
৮ এপ্রিল, ২০২২ (নবরাত্রি সপ্তম দিন) শুক্রবার - কালরাত্রির পুজো।
৯ এপ্রিল, ২০২২ (নবরাত্রি অষ্টম দিন) শনিবার - মা মহাগৌরীর পুজো।
১০ এপ্রিল, ২০২২ (নবরাত্রি নবম দিন)  রবিবার - মা সিদ্ধিদাত্রীর পুজো।
১১ এপ্রিল, ২০২২ (নবরাত্রি দশম দিন ) সোমবার-  দশমী।

রামনবমী কবে?  (Ram Navami 2022 Date) 

১০ এপ্রিল নবমী। পূজিত হন দুর্গার সিদ্ধিদাত্রী রূপ। ওই দিন রাম নবমীও উদযাপন করা হয়।

Read more!
Advertisement
Advertisement