বেলুড় মঠে দুর্গাপুজোর এবার ১২৫তম বর্ষ। ঐতিহ্য মেনে বিশুদ্ধ পঞ্জিকা মতে পুজো শুরু হয়েছে বেলুড় মঠে। এবার পঞ্চমীতে বোধন হয়েছে মঠে। মঠের সন্ন্যাসী ও সেবকরা নিয়ম মেনে পুজোর আচার পরিচালনা করেন। প্রতিটি ধাপ পুণ্য ও নিয়মের মিশ্রণে ভরা।
বেলুড় মঠে মহা ধুমধাম করে কুমারী পুজোর আয়োজন হচ্ছে এবারও। নির্ঘণ্ট অনুযায়ী ১৩ আশ্বিন (৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার) ভোর ৫.৪০ মিনিটে পূজারম্ভ হবে। ওই দিন সকাল ৯টায় অনুষ্ঠিত হবে কুমারী পুজো এবং সন্ধ্যা ৫.৪৩ মিনিট থেকে ৬.৩১ মিনিট পর্যন্ত চলবে সন্ধিপুজো।
স্বামী বিবেকানন্দ এই কুমারী পুজো শুরু করেছিলেন। সেই থেকেই বেলুড়ে এই পুজো চলে আসছে কালের নিয়মে। পাঁচ - সাত বছর বয়সী শিশু কন্যাকে কুমারী হিসেবে পুজো করা হয়। সেই রীতি এখনও একইভাবে চলছে৷
১৯০১ সালে মা সারদা দেবীর উপস্থিতিতে এই কুমারী পুজোর আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দ নয় জন বালিকাকে কুমারী হিসেবে পুজো করেছিলেন। সেই বছর থেকে কুমারী পুজো চলছে। প্রসঙ্গত, বেলুড় মঠের কুমারী পুজো দেখার জন্য শুধু এই রাজ্যের নয়। বিদেশ থেকেও বহু মানুষের সমাগম হয়। ইন্টারনেটের মাধ্যমেও অনলাইনে এই পুজো দেখার আয়োজন করা হয়৷ এদিকে পুজোর দিনগুলিতে বেলুড়ে মঠের ভিতরে এবং আশেপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে।