সারদাদেবীর জন্মতিথি উপলক্ষে ভক্তদের জন্য খুলেছিল বেলুড় মঠের দরজা। বিধিনিষেধ উঠতেই ভক্তদের সমাগমও হচ্ছিল ভালই। তবে এর মাঝে ফের মঠ বন্ধের কথা ঘোষণা করলে কর্তৃপক্ষ। তার ফলে নতুন বছরের প্রথম দিন বন্ধ থাকতে চলেছে বেলুড় মঠের দরজা।
বেলুড় মঠের তরফে দেওয়া বিবৃতিতে জানান হয়েছে, 'আগামী পয়লা জানুয়ারি ২০২২ ভক্ত ও দর্শনার্থীদের জন্য বেলুড় মঠ বন্ধ থাকবে।' প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরও কল্পতরু উৎসবে বন্ধ ছিল বেলুড় মঠের ফটক।
সোমবার লিখিত বিবৃতি প্রকাশ করেন বেলুড় মঠ কর্তৃপক্ষ। মহাসচিব স্বামী সুবীরানন্দ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ‘অনিবার্য কারণে আগামী ১ জানুয়ারি, ২০২২ (শনিবার) ভক্ত এবং দর্শনার্থীদের জন্য বেলুড় মঠ বন্ধ থাকবে।’
জানা যাচ্ছে, আগামী পয়লা জানুয়ারি থেকে চৌঠা জানুয়ারি বেলুড় মঠ বন্ধ থাকবে। সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষেধ থাকছে। যেহেতু দক্ষিণেশ্বর এবং কাশীপুর উদ্যানবাটি দু'দিন বন্ধ থাকছে, তারফলে মানুষের ঢল বেলুড় মঠের ওপর এসে পড়বে, তা সামলানো মুশকিল হয়ে যাবে, করোনা আবহে পরিস্থিতি মারাত্মক হতে পারে ,সেকথা মাথায় রেখে এই ৪ দিন বন্ধ থাকবে মঠের দরজা।
প্রসঙ্গত আগেই কাশীপুর উদ্যানবাটির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল করোনা পরিস্থিতিতে এই বারেও ভক্তশূন্য থাকবে উদ্যানবাটির কল্পতরু উৎসব। এবার একই সিদ্ধান্ত নিল বেলুর মঠ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ।
কেন এমন সিদ্ধান্ত
নতুন বছরে শুরুতে ১লা জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ভক্ত ও দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে বেলুড় মঠের দরজা। কোভিড পরিস্থিতিতে অতিরিক্ত ভিড় এড়াতেই ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত নিল মঠ কর্তৃপক্ষ। সোমবার একথা জানালেন, বেলুড় মঠের সাধারণ সম্পাদক সুবীরানন্দ মহারাজ। পাশাপাশি এদিন বেলুড় মঠের সামাজিক মাধ্যমেও বিজ্ঞপ্তি জারি করে ১ জানুয়ারি ভক্ত ও দর্শনার্থীদের মঠে প্রবেশ বন্ধের কথা জানিয়ে দেওয়া হয়। বেলুড় মঠ সূত্রে খবর গত ২৬সে ডিসেম্বর সারদা মায়ের জন্মতিথি উৎসব উপলক্ষে সকালে ও বিকেলে নির্দিষ্ট সময় বেলুড় মঠ খোলা থাকায় প্রায় ৪০ হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম হয়। কোভিড পরিস্থিতিতে এই ভিড় এড়াতেই আগামী ১ থেকে ৪ জানুয়ারি মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে আগামী ৫ জানুয়ারি থেকে ফের ভক্ত ও দর্শনার্থীদের জন্য খোলা হবে বেলুড় মঠ। নির্দিষ্ট সময় সকাল ৮টা থেকে ১১টা ও বিকেল ৩ টে থেকে ৫টা পর্যন্ত ফের দর্শনার্থীদের জন্য খুলবে বেলুড় মঠ।