Advertisement

Sindoor: এক চুটকি সিঁদুর সংসারে আনে সুখ-সমৃদ্ধি, মুহূর্তে বদলে দিতে পারে ভাগ্য

পহেলগাঁও হামলার বদলায় পাকিস্তানে ঢুকে ভারতের এয়ার স্ট্রাইকের নাম দেওয়া হয়েছে 'অপারেশন সিঁদুর'। জানেন কি সিঁদুরের এমন কিছু গুণাবলী রয়েছে যা মুহূর্তে বদলে দিতে পারে আপনার ভাগ্য। কীভাবে এক চুটকি সিঁদুর সংসারে সুখ-সমৃদ্ধি নিয়ে আসতে পারে?

Sindoor Sindoor
Aajtak Bangla
  • Kolkata,
  • 07 May 2025,
  • अपडेटेड 3:11 PM IST
  • জানেন কি সিঁদুরের এমন কিছু গুণাবলী রয়েছে যা মুহূর্তে বদলে দিতে পারে আপনার ভাগ্য
  • কীভাবে এক চুটকি সিঁদুর সংসারে সুখ-সমৃদ্ধি নিয়ে আসতে পারে?
  • হিন্দু পরিবারে সিঁদুরের গুরুত্ব অপরিসীম

'অপারেশন সিঁদুর'। পহেলগাঁও হামলার বদলায় পাকিস্তানের মাটিতে ভারতের প্রত্যাঘাতের এমনই নামকরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে প্রায় ৯০ জনকে নিকেশ করেছে ভারতীয় সেনা। পহেলগাঁওতে বেছে বেছে হিন্দু পুরুষদের হত্যার অভিযোগ উঠেছিল। একাধিক স্বামীহারা স্ত্রীর কান্না দেখেছিল গোটা দেশ। তারই প্রতিবাদে ভারতের 'অপারেশন সিঁদুর' নিয়ে প্রশংসার বন্যা দেশজুড়ে। সিঁদুর হিন্দু ধর্ম বিশ্বাসীদের কাছে অত্যন্ত পবিত্র জিনিস। কিন্তু জানেন কি সিঁদুরের এমন কিছু গুণাবলী রয়েছে যা মুহূর্তে বদলে দিতে পারে আপনার ভাগ্য। কীভাবে এক চুটকি সিঁদুর সংসারে সুখ-সমৃদ্ধি নিয়ে আসতে পারে? 

বিয়ের পর স্বামীর মঙ্গল কামনায় সিঁথি রাঙানো কিংবা নিত্য পুজো, হিন্দু পরিবারে সিঁদুরের গুরুত্ব অপরিসীম। সিঁদুরকে মঙ্গল চিহ্ন হিসেবেই দেখা হয়। স্বামীর দীর্ঘায়ু এবং মঙ্গল কামনায় সিঁথিতে প্রতিদিন সিঁদুর পরেন অধিকাংশ হিন্দু মহিলা। 

সমস্ত দুঃখ-কষ্ট লাঘব করতে এবং অশুভ বাধা কাটাতে সিঁদুরের ব্যবহার করা হয়। বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়লে সিঁদুর নিয়ে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়। বিশ্বাস করা হয়, এমনটা করলে রোগী দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আবার সম্মানহানি থেকে মুক্তি পেতে প্রতি বুধবার একটি পানের উপর ফিটকিরি ও সিঁদুর রেখে বট গাছের নীচে একটি পাথরের উপর রাখা হয়। এমনটা তিন বুধবার করলে ফল মেলে হাতেনাতে। 

জীবনে কোনও সমস্যায় জেরবার হয়ে থাকলে শনিবার করে জুঁই তেলের সঙ্গে সিঁদুর অর্পণ করা হয় হনুমান মন্দিরে। এতে সমস্যা দূরীকরণের সম্ভাবনা থাকে। এছাড়াও প্রতিদিন পুজোর পর বাড়ির মূল দরজায় সামান্য সিঁদুর লাগালে ঘরে মা লক্ষ্মীর বাস হয়। বাড়ে সংসারের শ্রী। 

কোনও কাজে বারবার বাঁধা এলে গঙ্গায় কিছুটা সিঁদুর ফেলে দেওয়া উচিত বলে বিশ্বাস করেন অনেক হিন্দুরা। এতে সংশ্লিষ্ট গ্রহের প্রভাব কমে যায় এবং সূর্য ও মঙ্গল শুভ ফল দেবে। আবার ঘরে নেতিবাচক শক্তি দূর করতে তেলে সিঁদুর মিশিয়ে ঘরের দরজায় লাগানো হয়। 

Advertisement

চাকরিতে বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন? পরিশ্রমের সঠিক ফল পাচ্ছেন না? হিন্দু ধর্মে বিশ্বাসীদের অনেকেই মনে করেন এক্ষেত্রে সিঁদুরে জাফরন মিশিয়ে বৃহস্পতিবার করে একটি হলুদ কাপড়ে অনামিকা দিয়ে ৬৩ নম্বর লিখে দেবী লক্ষ্মীর চরণে অর্পণ করতে হবে। টানা তিন বৃহস্পতিবার এমন করলে ফল মিলবে হাতেনাতে। 

ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে বাড়ির মূল প্রবেশদ্বারে সিঁদুর প্রলেপ দিয়ে গণেশ মূর্তি রাখেন অনেকে। এমনকী সঙ্গীর সঙ্গে প্রতিদিন ঝগড়া হলে রাতে তাঁর বালিশের নীচে সিঁদুর কৌটো রেখে দেন অনেকে। এমন সাত দিন করলে পরিবর্তন আসবে বলে বিশ্বাস করা হয়। দূর হয় ঘরোয়া অশান্তি। সংসারে আর্থিক অনটন দূর করার ক্ষেত্রেও সিঁদুরের ভূমিকা রয়েছে বলে কথিত আছে। একটি নারকেলের উপর সিঁদুর লাগিয়ে একটি লাল কাপড় বেঁধে পুজো করা হয় আর্থিক সমস্যা দূরীকরণে। প্রচলিত বাস্তুশাস্ত্র এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সিঁদুরের ব্যবহার করা হয়। ব্যবহারিক প্রয়োগ নিজ মূল্যায়ণ অনুযায়ীই করা উচিত। 

 

 

Read more!
Advertisement
Advertisement