শাস্ত্রে তুলসীর পর কলা গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর সম্পর্ক রয়েছে বৃহস্পতি গ্রহের সঙ্গে। কলা গাছের মণ্ডপ ও তোরণ তৈরির ঐতিহ্য শুভ কাজে পাওয়া যায়। দেবতাদের জন্য কলা পাতাতেই ভোগ নিবেদন করা হয়। বলা হয়, হলুদ সুতোয় বেঁধে কলার মূল পরলে বৃহস্পতি শক্তিশালী হয়।
কলা গাছ লাগিয়ে লাভ কি?
কলা গাছের পুজো করলে কী কী উপকার পাওয়া যায়?
কীভাবে কলা গাছের পুজো করবেন?
কলা গাছ লাগানোর জন্য সতর্কতা কি?