Advertisement

Bhai Phota 2025 Date Time: এবার ভাইফোঁটা ২২ না ২৩ অক্টোবর? জানুন তিথি-শুভক্ষণ

কালীপুজোর পরই ভাইফোঁটা। ভাইয়ের মঙ্গল কামনায় এদিন ভাইয়ের কপালে বোনেরা ফোঁটা দেন। মূলত কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। তবে অনেক বাড়িতে রয়েছে কিছু নিয়মভেদ। তাই এটি শুক্লপক্ষের প্রতিপদের দিনও বহু জায়গায় উদযাপিত হয় ভাইফোঁটা।

ভাইফোঁটা ২০২৫ভাইফোঁটা ২০২৫
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Oct 2025,
  • अपडेटेड 1:19 PM IST

কালীপুজোর পরই ভাইফোঁটা। ভাইয়ের মঙ্গল কামনায় এদিন ভাইয়ের কপালে বোনেরা ফোঁটা দেন। মূলত কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। তবে অনেক বাড়িতে রয়েছে কিছু নিয়মভেদ। তাই এটি শুক্লপক্ষের প্রতিপদের দিনও বহু জায়গায় উদযাপিত হয় ভাইফোঁটা।

ভাইফোঁটার দিন বোনেরা তাদের ভাই-দাদাদের কপালে চন্দন, কাজল, দইয়ের ফোঁটা পরিয়ে মন্ত্রোচ্চারণ করে তাঁদের মঙ্গল কামনা করেন। ভাই-বোনের অটুট বন্ধনের কামনায় পালিত হয় এই পবিত্র উৎসব। ভাইয়ের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে বোনেরা এই রীতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন। 

কিছু জায়গায় প্রতিপদে ভাইফোঁটা হয়। অবশ্য বেশিরভাগ জায়গাতেই দ্বিতীয়াতে ফোঁটা দেওয়ার চল। কিন্তু এবছর ভাইফোঁটা কবে পড়েছে?

ভাইফোঁটা বা ভাইদুজ কবে?
ভাইফোঁটা বা ভাইদুজ ২৩ অক্টোবর পালিত হবে। এই বছর, কার্তিক শুক্লা দ্বিতীয়া তিথি ২২ অক্টোবর, ২০২৫ তারিখে রাত ৮টা ১৬ মিনিটে শুরু হবে এবং ২৩ অক্টোবর রাত ১০টা ৪৬ মিনিট পর্যন্ত চলবে। জ্যোতিষশাস্ত্রের নিরিখে, ২৩ অক্টোবর বৃহস্পতিবার ভাইফোঁটা উদযাপনকে সবচেয়ে শুভ বলে মনে করা হয়।

এদিন ব্রহ্ম মুহূর্তে প্রথমে স্নান করা উচিত। থালায় প্রদীপ, ধূপ, শঙ্খ, ধান, দূর্বা, কাজল, চন্দন, দই ও ঘি। এরপর হয় মিষ্টিমুখ। ভাইফোঁটা দেওয়ার সময় সবসময় ভাইযকে উত্তর বা পূর্ব দিকে মুখ করিয়ে বসানো উচিত।

Read more!
Advertisement
Advertisement