Advertisement

Bijaya Dashami 2025: বৃহস্পতিতে বিজয়া দশমী, আজ প্রতিমা নিরঞ্জন করা যাবে কি? জানুন শুভ না অশুভ

আজ বিজয়া দশমী। এবছরের মতো পুজো শেষ। বিদায় বেলায় চোখের জলে বিদায় নেবেন দেবী দুর্গা। সকালে ঘট বিসর্জন, এরপর হবে সিঁদুরখেলা। এবার বৃহস্পতিবার পড়েছে দশমী। এদিকে মঙ্গলবার ও বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের রীতি নেই। অথচ, এবার বিজয়া দশমী পড়েছে বৃহস্পতিবারেই। 

প্রতিমা নিরঞ্জনপ্রতিমা নিরঞ্জন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Oct 2025,
  • अपडेटेड 10:12 AM IST

আজ বিজয়া দশমী। এবছরের মতো পুজো শেষ। বিদায় বেলায় চোখের জলে বিদায় নেবেন দেবী দুর্গা। সকালে ঘট বিসর্জন, এরপর হবে সিঁদুরখেলা। এবার বৃহস্পতিবার পড়েছে দশমী। এদিকে মঙ্গলবার ও বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের রীতি নেই। অথচ, এবার বিজয়া দশমী পড়েছে বৃহস্পতিবারেই। 

তবে বাড়ির বেশিরভাগ পুজোয় দশমীর নির্ঘণ্ট মেনে বিসর্জন দেওয়া হয়। সেইমতো আজ বেশিরভাগ বাড়ির পুজোগুলির বিসর্জন হবে। বেশিরভাগ প্রতিমা নিরঞ্জন হবে কাল।

বিজয় দশমী ২০২৫-র নির্ঘণ্ট
১৫ আশ্বিন, ইং ২ অক্টোবর, বৃহস্পতিবার
* ১ অক্টোবর দুপুর ২।৩৬ মিনিট থেকে ২ অক্টোবর দুপুর ২/৫৪ পর্যন্ত দশমী তিথি থাকবে। 
* শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পুজো সমাপনাস্তে বিসর্জন প্রশস্তা (অত্রকৃত্যে বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ)। 

এই রীতি মেনে আজ দর্পণে প্রতিমা বিসর্জন হয়ে যাবে। প্যান্ডেলে ঠাকুর থাকবে। বাড়ির ঠাকুর বেশিরভাগ আজই বিসর্জন। কাল বেশিরভাগ প্রতিমার নিরঞ্জন হয়ে যাবে। 

কলকাতায় পুজো কার্নিভাল কবে? 
প্রশ্ন হল পুজো কার্নিভাল কবে? আজ থেকেই শুরু হচ্ছে প্রতিমা নিরঞ্জন। ২,৩ ও ৪ অক্টোবর হবে প্রতিমা নিরঞ্জন। গঙ্গার বিভিন্ন ঘাটে হবে এই বিসর্জন। এর পরেই অর্থাৎ ৫ অক্টোবর হবে কার্নিভাল। ৩১ জুলাই নেতাজি ইন্ডোরে সমস্ত পুজো কমিটি গুলোকে নিয়ে বৈঠকে এই সিদ্ধান্ত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর রেড রোডে বড় করে প্রতিমা বিসর্জনের অনুষ্ঠানে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী নিজে। থাকেন বিদেশি অতিথিরাও। এবারও তাঁদের সকলকে নিয়ে কার্নিভাল করতে চান মুখ্যমন্ত্রী।

Read more!
Advertisement
Advertisement