নবমী নিশিতে মন বিষন্ন। সমস্ত আনন্দ যেন এক এক রাতেই চুটিয়ে উপভোগ করে ফেলতে চাইছে মানুষ। কারণ, রাত পোহালেই মায়ের বিদায়ের পালা। উমাকে বরণ করে বিদায় জানাবেন বাড়ির মেয়ে-বউরা। কিন্তু দেবী বরণের কোনও শুভ সময় আছে কি?
দশমীতে পুজো শেষ হলে দেবী দুর্গাকে বরণ করে নেওয়ার রীতি প্রচলিত রয়েছে। বনেদি বাড়ি থেকে শুরু করে বারোয়ারি, সর্বত্রই দশমীর সকাল থেকে শুরু হবে উমা বরণের তোড়জোড়। পানপাতা, আলতা সিঁদুর নিয়ে মাকে বরণ করা করেন মহিলারা। এ বছর কখন বরণ করা যাবে দেবী দুর্গাকে?
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, ২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১১ মিনিটে দশমী তিথি শেষ হবে। অমৃতযোগ সকাল ৭টা ৬ মিনিটের মধ্যে। পুনরায় ১টা ২৪ মিনিট গতে ২টো ৫৮ মিনিটের মধ্যে। পুনরায় ৬টা ৯ মিনিট গতে ৯টা ২৪ মিনিটের মধ্যে।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, ২ অক্টোবর, বৃহস্পতিবার দুপুর ২টো ৫৪ মিনিট ৩৫ সেকেন্ডেই শেষ হবে দশমী তিথি। অমৃতযোগ সকাল ৭টা ৫ মিনিট ২৮ সেকেন্ডের মধ্যে। পুনরায় দুপুর ১টা ২৪ মিনিট ১৯ সেকেন্ড গতে ২টো ৫৯ মিনিট ২ সেকেন্ডের মধ্যে। পুনরায় সন্ধ্যা ৬টা ৯ মিনিট ৪৫ সেকেন্ড গতে রাত ৯টা ২৪ মিনিট ১৯ সেকেন্ডের মধ্যে।
দশমীর তিথি ছেড়ে যাওয়ার পর যে কোনও সময়ে বরণ করা যেতে পারে। এর নির্দিষ্ট কোনও শুভ সময় নেই। তবে তিথি থাকাকালীন বরণ করা যাবে না। নির্দিষ্ট নিয়ম মেনে তবেই মাকে বরণ করা উচিত।