বৈশাখ পূর্ণিমা বছরের দ্বিতীয় পূর্ণিমা। বৈশাখ পূর্ণিমার দিন উদযাপিত হয় বুদ্ধ জয়ন্তী। বৌদ্ধ ধর্মের প্রবর্তক ভগবান গৌতম বুদ্ধ এই দিনে নেপালের লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন। তাই একে বুদ্ধ পূর্ণিমাও বলা হয়। বুদ্ধকে ভগবান বিষ্ণুর নবম অবতার বলা হয়। বৈশাখ পূর্ণিমায় ভগবান বিষ্ণু ও বুদ্ধের সঙ্গে চন্দ্রদেবের পুজো করারও বিধান রয়েছে। এবার বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হবে ১৬ মে সোমবার।
পুজোর সময়
বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা আগামী ১৬ মে সোমবার। বুদ্ধ পূর্ণিমার শুভ সময় ১৫ মে রবিবার দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১৬ মে সোমবার রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত।
বুদ্ধপূর্ণিমায় ব্রত পালনের ফল
বুদ্ধ পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু ও চন্দ্র দেবের পূজো করলে আর্থিক সমস্যা দূর হয়। আত্মবিশ্বাস বাড়ে এবং লাভের যোগ তৈরি হয়। মান-সম্মানও বৃদ্ধি পায়। মনে করা হয় যে এই দিন দান করা অত্যন্ত শুভ এবং এই দিনে করা দানের ফল বহুগুণে ফেরৎ পাওয়া যায়। বৈশাখ পূর্ণিমায় উপবাস করলে মানুষ খারাপ বা পাপ কাজ থেকে মুক্তি পায়।
পুজোর বিধি
সকালে স্নানের পর সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন এবং প্রবহমান জলে তিল অপর্ণ করুন। পিপুল গাছে জল দিন। যেহেতু ওই দিনে কোনও কোনও জায়গায় শনি জয়ন্তীও উদযাপিত হয়, তাই তেল, তিল এবং প্রদীপ ইত্যাদি জ্বালিয়ে শনিদেবেরও পুজো করা উচিত। কেউ চাইলে শনি চালিসা পাঠ এবং শনিপুজোর মন্ত্রগুলিও জপ করতে পারেন। সামর্থ্য অনুযায়ী দান-দক্ষিণা দিন।