Advertisement

Calendar Vastu Tips: নতুন আনা ক্যালেন্ডার কোথায় রাখবেন; কোনদিকে রাখলে সম্পদ, কোনদিকে সর্বনাশ?

Calendar Vastu: বাস্তুশাস্ত্র মতে ক্যালেন্ডার রাখার জায়গা ভুল হলে সংসারে নেমে আসতে পারে অশান্তি? আবার সঠিক দিক ও নিয়ম মেনে ক্যালেন্ডার টাঙালে জীবনে আসে সুখ, সমৃদ্ধি ও অগ্রগতি। তাই ক্যালেন্ডার কোথায় ঝুলবেন আর কোথায় নয় তা জেনে নেওয়াই ভালো।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 05 Jan 2026,
  • अपडेटेड 11:58 PM IST

Calendar Vastu Tips: বসার ঘর হোক বা শোওয়ার ঘর, প্রায় সব বাড়িতেই ক্যালেন্ডার থাকে। দিন-তারিখ মনে রাখার পাশাপাশি ক্যালেন্ডার এখন ঘরের অন্দরসজ্জারও অঙ্গ। কিন্তু জানেন কি, বাস্তুশাস্ত্র মতে ক্যালেন্ডার রাখার জায়গা ভুল হলে সংসারে নেমে আসতে পারে অশান্তি? আবার সঠিক দিক ও নিয়ম মেনে ক্যালেন্ডার টাঙালে জীবনে আসে সুখ, সমৃদ্ধি ও অগ্রগতি। তাই ক্যালেন্ডার কোথায় ঝুলবেন আর কোথায় নয় তা জেনে নেওয়াই ভালো।

কোন দিকে ক্যালেন্ডার টাঙানো শুভ?

পূর্ব দিক
বাস্তুমতে বাড়ির পূর্ব দেওয়াল ক্যালেন্ডারের জন্য সবচেয়ে শুভ। সূর্য দেবতার দিক হিসেবে পরিচিত পূর্ব দিক নতুন শুরু, অগ্রগতি ও ইতিবাচক শক্তির প্রতীক। এই দিকে ক্যালেন্ডার রাখলে কাজে উন্নতি ও জীবনে নতুন সুযোগ আসে বলে বিশ্বাস।

আরও পড়ুন

উত্তর দিক
উত্তর দিককে ধন ও সমৃদ্ধির দিক বলা হয়। ব্যবসা, চাকরি বা আর্থিক অবস্থার উন্নতির জন্য এই দেওয়ালে ক্যালেন্ডার টাঙানো অত্যন্ত শুভ বলে মনে করেন বাস্তুশাস্ত্রবিদরা।

উত্তর-পূর্ব দিক
আধ্যাত্মিকতা ও মানসিক শান্তির দিক উত্তর-পূর্ব। এই দেওয়ালে ক্যালেন্ডার রাখলে আত্মবিশ্বাস বাড়ে, মন স্থির থাকে এবং ব্যক্তিগত বিকাশে সহায়তা করে।

এই তিন দিকের কোনওটিতে জায়গা না থাকলে শেষ বিকল্প হিসেবে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিকেও ক্যালেন্ডার রাখা যেতে পারে।

কোন দিকে ক্যালেন্ডার রাখবেন না?
বাস্তুশাস্ত্র অনুসারে দক্ষিণ দেওয়ালে ক্যালেন্ডার ঝোলানো একেবারেই নিষেধ। বিশ্বাস করা হয়, এতে জীবনের গতি থেমে যেতে পারে, স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে এবং পরিবারের মধ্যে অশান্তি তৈরি হয়।

এছাড়া দরজা বা জানালার উপর ক্যালেন্ডার ঝোলানোও উচিত নয়। এতে ইতিবাচক শক্তির প্রবাহে বাধা সৃষ্টি হয় বলে মনে করা হয়। তাই সংসারে শান্তি, সৌভাগ্য ও উন্নতি চাইলে ক্যালেন্ডার ঝোলানোর আগে একবার হলেও নজর দিন দিকনির্দেশের দিকে।

 

Read more!
Advertisement
Advertisement