Chaitra Navratri 2022 Date: বছরে চার বার উদযাপিত হয় নবরাত্রি। শারদ আশ্বিন শুক্লপক্ষের দুর্গাপুজো বা নবরাত্রিই কালের নিয়মে প্রধান পুজো হয়ে উঠেছে। তবে চৈত্র মাসের শুক্লপক্ষের বাসন্তী পুজোই প্রকৃত দুর্গাপুজো বলে মনে করেন অনেকেই। এবার চৈত্র নবরাত্রি বা বাংলায় বাসন্তী পুজোর সূচনা হচ্ছে ২ এপ্রিল, শনিবার। ১১ এপ্রিল সোমবার শেষ হবে পুজো।
ঘট স্থাপনার শুভ মুহূর্ত
শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে কলস স্থাপনা করা হয়। শুভ মুহূর্ত- ২ এপ্রিল সকাল ৬টা ১০ মিনিট থেকে ৯টা ২৯ মিনিট পর্যন্ত। ২ ঘণ্টা ১৮ মিনিট সময় পাওয়া যাচ্ছে।
ঘট স্থাপনার বিধি
ঘট স্থাপনার আগে প্রথমে সকালে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। কলস রাখার জায়গা সাফ করে লাল কাপড় বিছিয়ে দিন। মাটির ঢেলায় সামান্য় চাল রাখুন। ওই মাটির উপরে বসিয়ে দিন ঘট। তার আগে কলসে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিন। কলসে জলের সঙ্গে রাখুন সুপারি, কয়েন। কলসের মুখে আম বা অশোক পাতা দিন। তার উপরে থাকবে একটি নারকেল বা কাঁচা ডাব। চাইলে লাল চুনরি উপরে দিতে পারেন। এরপর বিধি মেনে পুজো করুন। মন্ত্রপাঠও করতে পারেন। ঘটটি হতে পারে রুপো, তামা, পিতল ও মাটির।
কোন দিন মায়ের কোন রূপের পুজো?
নবরাত্রি প্রথম দিন ২ এপ্রিল, ২০২২ শনিবার- মা শৈলপুত্রী (ঘটস্থাপনা)
নবরাত্রি দ্বিতীয় দিন ৩ এপ্রিল, ২০২২ রবিবার - মা ব্রহ্মচারিণীর পুজো।
নবরাত্রি তৃতীয় দিন ৪ এপ্রিল, ২০২২ সোমবার- মা চন্দ্রঘণ্টা পুজো।
নবরাত্রি চতুর্থ দিন ৫ এপ্রিল, ২০২২ মঙ্গলবার- মা কুষ্মাণ্ডার পুজো।
নবরাত্রি পঞ্চম দিন ৬ এপ্রিল, ২০২২ বুধবার - স্কন্দমাতার পুজো।
নবরাত্রি ষষ্ঠ দিন ৭ এপ্রিল, ২০২২ বৃহস্পতিবার- কাত্যায়নী পুজো।
নবরাত্রি সপ্তম দিন ৮ এপ্রিল, ২০২২ শুক্রবার - কালরাত্রি পুজো।
নবরাত্রি অষ্টম দিন ৯ এপ্রিল, ২০২২ শনিবার - মা মহাগৌরী।
নবরাত্রি নবম দিন ১০ এপ্রিল, ২০২২ রবিবার - মা সিদ্ধিদাত্রী।
নবরাত্রি দশম দিন ১১ এপ্রিল, ২০২২, সোমবার- দশমী।
আরও পড়ুন- মার্চে জন্ম হলে ভাগ্যের সঙ্গ, জীবনভর সুখ-সমৃদ্ধি, কীভাবে?