Advertisement

Chandra Grahan 2022: সামনেই বছরের প্রথম চন্দ্রগ্রহণ! জানুন ভারতে কখন, কোথায় দেখা যাবে?

Chandra Grahan 2022 Date & Time: ২০২১ সালের মতো এবছরও মোট চারটি গ্রহণ হবে। যার মধ্যে দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ। জানুন কবে, কখন হবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ এবং বিস্তারিত তথ্য। 

২০২২ সালের প্রথম চন্দ্রগ্রহণ ২০২২ সালের প্রথম চন্দ্রগ্রহণ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Mar 2022,
  • अपडेटेड 12:32 PM IST

Lunar Eclipse 2022 Date & Time: আগামী মে মাসে হবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ (Chandra Grahan)। ২০২১ সালের মতো এবছরও মোট চারটি গ্রহণ (Eclipse) হবে। যার মধ্যে দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ। জানুন কবে, কখন হবে এই গ্রহণ এবং বিস্তারিত তথ্য। 

 কবে হবে এবছরের প্রথম চন্দ্রগ্রহণ?  (First Chandra Grahan 2022 Date & Time)
 
* আগামী ১৬ মে হবে এবছরের প্রথম চন্দ্রগ্রহণ। 

* সকাল ৮.৫৯ থেকে ১০.২৩ পর্যন্ত হবে এই গ্রহণ।
 
* এটি সম্পূর্ণ চন্দ্রগ্রহণ এবং বৃশ্চিক রাশিতে হবে। 

আরও পড়ুন

কোথায় দেখা যাবে এবছরের প্রথম চন্দ্রগ্রহণ? (First Chandra Grahan 2022 Place)

এই চন্দ্রগ্রহণ দেখা যাবে, দক্ষিণ-পশ্চিম ইউরোপ, দক্ষিণ -পশ্চিম এশিয়া, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, অ্যান্টার্কটিকা, ভারত মহাসাগরের অঞ্চলে। এই চন্দ্রগ্রহণ ভারতেও দৃশ্যমান হবে।

সূতক কাল (Sutak Kaal)

যেহেতু ভারত থেকেও চন্দ্রগ্রহণ দেখা যাবে, তাই এই সূতক কাল বেশি কার্যকর হবে। এজন্যে সকলকে অত্যন্ত যত্নশীল ও সাবধানী হতে হবে।

প্রসঙ্গত, এবছরের শেষ চন্দ্রগ্রহণ হবে, আগামী ৮ নভেম্বর। এটাও সম্পূর্ণ চন্দ্রগ্রহণ হবে, তাই এই গ্রহণের সূতক কালও অত্যন্ত প্রভাব ফেলবে সকল রাশিরচক্রে। এটি দেখা যাবে দক্ষিণ-পূর্ব ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক ও ভারত মহাসাগরে। এই গ্রহণ ভারতের কিছু স্থান থেকে দেখা যাবে, তাই সূতক কালের প্রভাবও পড়বে।

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement