Advertisement

First Chandra Grahan 2025: কবে- কখন- কোথায় দেখা যাবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ? জেনে নিন সূতক কাল

First Eclipse 2025: গ্রহ- নক্ষত্রের অবস্থান- গতিবিধি পরিবর্তনের উপর যেমন, সমস্ত রাশির জাতক- জাতিকাদের ভাল- মন্দ নির্ভর করে, সেরকমই সূর্য ও চন্দ্র গ্রহণের ফলেও অনেক কিছু নির্ভর করে।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Jan 2025,
  • अपडेटेड 2:24 PM IST

২০২৫ শুরু হয়েছে। নতুন বছর শুরু মানেই সকলের কৌতূহল থাকে, কেমন কাটবে গোটা বছর। গ্রহ- নক্ষত্রের অবস্থান- গতিবিধি পরিবর্তনের উপর যেমন, সমস্ত রাশির জাতক- জাতিকাদের ভাল- মন্দ নির্ভর করে, সেরকমই সূর্য ও চন্দ্র গ্রহণের ফলেও অনেক কিছু নির্ভর করে। ২০২৪-এর মতো ২০২৫ সালেও মোট চারটি গ্রহণ হবে- দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ। জেনে নিন কবে, কখন, কোথায় হবে বছরের প্রথম গ্রহণ। চলতি বছরের প্রথম গ্রহণ হল চন্দ্রগ্রহণ। রইল সমস্ত খুঁটিনাটি।

প্রথম চন্দ্রগ্রহণ  

* বছরের প্রথম চন্দ্রগ্রহণ হল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এদিন চাঁদ সম্পূর্ণরূপে পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে। এটি 'ব্লাড মুন' নামেও পরিচিত। 

আরও পড়ুন

* ১৩- ১৪ মার্চ হবে ২০২৫-এর প্রথম চন্দ্রগ্রহণ। 

* ইউরোপ, এশিয়ার অধিকাংশ, অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং আমেরিকা থেকে এই গ্রহণ দেখতে পাবে। তবে ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না, তাই কোনও সূতককাল কার্যকর হবে না এখানে। 

চন্দ্রগ্রহণ কী?  

যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবীর অবস্থান করে এবং যখন চাঁদ পৃথিবীর ছায়া থেকে বের হয় তখন চন্দ্রগ্রহণ হয়। পৃথিবীর জন্য যখন সূর্যের আলো পুরোপুরি ঢাকা পড়ে তখন একে পূর্ণ চন্দ্রগ্রহণ বলা হয়। তবে যখন চাঁদের একটি অংশ ঢাকা পড়ে তখন একে আংশিক চন্দ্রগ্রহণ বলে।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ  কী? 

পৃথিবীর জন্য যখন সূর্যের আলো পুরোপুরি ঢাকা পড়ে তখন একে পূর্ণগ্রাস  চন্দ্রগ্রহণ বলা হয়।

প্রসঙ্গত, বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণটিও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। জ্যোতির্বিদ্যা অনুযায়ী, ২০২৫ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন চাঁদের চারিদিকে লাল রঙা আভার ফলে, একেবারে বিরল দৃশ্য দেখা যাবে। ৭-৮ সেপ্টেম্বর হবে ২০২৫-এর দ্বিতীয় চন্দ্রগ্রহণ। ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, আমেরিকার কিছু অংশ এবং ভারত মহাসাগর অঞ্চল জুড়ে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে। এবছর শুধু মাত্র এই গ্রহণটি ভারত থেকে দেখা যাবে। তাই সূতককাল কার্যকর হবে এখানে। 
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement