Advertisement

Blood Moon Lunar Eclipse 2025: ৭ সেপ্টেম্বর ২০২৫: চন্দ্রগ্রহণে কী করবেন, কী করবেন না

এই গ্রহণ শুরু হবে ৭ সেপ্টেম্বর রাতে, ভারতীয় সময় অনুযায়ী রাত ৯টা ৫৮ মিনিটে। শেষ হবে পরদিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর, রাত ১টা ২৬ মিনিটে।

৭ সেপ্টেম্বর ২০২৫: চন্দ্রগ্রহণে কী করবেন, কী করবেন না৭ সেপ্টেম্বর ২০২৫: চন্দ্রগ্রহণে কী করবেন, কী করবেন না
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Aug 2025,
  • अपडेटेड 1:27 AM IST

September 2025 Grahan: আসছে ৭ সেপ্টেম্বর ২০২৫, বছরের একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ ওই রাতে আকাশে দেখা দেবে চন্দ্রগ্রহণ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, চন্দ্রগ্রহণ শুধু জ্যোতির্বিজ্ঞানগত ঘটনাই নয়, হিন্দু শাস্ত্রে এটিকে একটি অত্যন্ত সংবেদনশীল সময়ও মনে করা হয়। তাই এই সময়ে বেশ কিছু নিয়ম পালন করা হয়ে থাকে, যার অন্যতম হল সুতক।

চলুন জেনে নেওয়া যাক, কখন শুরু হচ্ছে গ্রহণ, কতক্ষণ চলবে সুতক এবং এই সময় কী কী কাজ থেকে বিরত থাকা উচিত।

চন্দ্রগ্রহণের সময়
এই গ্রহণ শুরু হবে ৭ সেপ্টেম্বর রাতে, ভারতীয় সময় অনুযায়ী রাত ৯টা ৫৮ মিনিটে। শেষ হবে পরদিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর, রাত ১টা ২৬ মিনিটে।

আরও পড়ুন

সুতক কবে থেকে?
শাস্ত্র মতে, গ্রহণ শুরুর ৯ ঘণ্টা আগে থেকেই সুতক কাল শুরু হয়ে যায়। সেই হিসেবে ৭ সেপ্টেম্বর দুপুর ১২টা ৫৭ মিনিট থেকে শুরু হবে সুতক, যা চলবে গ্রহণ শেষ পর্যন্ত—অর্থাৎ রাত ১টা ২৬ মিনিট (৮ সেপ্টেম্বর) পর্যন্ত।

এই সময় যেসব কাজ করবেন না
গ্রহণ বা সুতকের সময় কিছু কাজ একেবারেই নিষিদ্ধ বলে মনে করা হয়। দেখে নিন কোন কোন কাজ এড়িয়ে চলা উচিত।

মন্দিরে প্রবেশ নয়
সুতক শুরু হলে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। এই সময়ে মূর্তির পূজা বা আরতি করা বারণ। গ্রহণ শেষ হওয়ার পর মন্দিরে শুদ্ধিকরণ না করে পূজা করা উচিত নয়।

রান্না ও খাওয়ার ব্যাপারে সতর্কতা
সুতক চলাকালীন নতুন করে রান্না না করাই নিয়ম। পূর্বে রান্না করা খাবারে তুলসী পাতা দিয়ে রাখতে হয়, যা খাবারকে দূষণ থেকে রক্ষা করে বলে বিশ্বাস। তবে তুলসী পাতা সুতক শুরু হওয়ার আগেই তুলে রাখতে হবে।

শাক-সবজি কাটা নিষিদ্ধ
এই সময়ে কোনও ধরনের কাটা-ছেঁড়া কাজ যেমন শাকসবজি কাটা, মশলায় সম্বার দেওয়া ইত্যাদি করা নিষেধ। নারীদের বিশেষভাবে এই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়।

Advertisement

ধারালো যন্ত্র ব্যবহার নয়
ছুরি, কাঁচি, ব্লেড বা কোনও ধারালো জিনিস ব্যবহার থেকে বিরত থাকুন। শাস্ত্র মতে, এইসব সরঞ্জাম ব্যবহার অশুভ শক্তির প্রভাব বাড়াতে পারে।

শুভ কাজ থেকে বিরত থাকুন
এই সময় গৃহপ্রবেশ, বিবাহ, মুণ্ডন বা অন্য কোনও সামাজিক বা শুভ কাজ করা উচিত নয়। এই সময়ে শুভ কাজ করলে ফল মেলে না বলেই বিশ্বাস।

এক নজরে গ্রহণ ও সুতকের সময়সীমা
বিষয়    সময় (IST)    নির্দেশনা
সুতক শুরু    ৭ সেপ্টেম্বর, দুপুর ১২:৫৭    নিষিদ্ধ কার্যাবলী শুরু
চন্দ্রগ্রহণ শুরু    রাত ৯:৫৮    গ্রহণ শুরু
চন্দ্রগ্রহণ শেষ    রাত ১:২৬ (৮ সেপ্টেম্বর)    গ্রহণ শেষ
সুতক শেষ    রাত ১:২৬ (৮ সেপ্টেম্বর)    সব কার্যাবলী স্বাভাবিক

Read more!
Advertisement
Advertisement