আর কয়েকদিন বাদেই কালীপুজো। বাঙালির ১২ মাসের ১৩ পার্বনের অন্যতম এই পার্বনে ধুমধাম করে মা কালীর আরাধনা করা হয়। রাজ্যের সর্বত্রই বারোয়ারি পুজোর পাশাপাশি জাগ্রত কালী মন্দিরগুলিতেও সাড়ম্বরে পুজো হয়। তেমনই একটি মন্দির দক্ষিণেশ্বরেরল মা ভবতারিনী কালী মন্দিরে।
বাংলার অন্যতম প্রসিদ্ধ মন্দির
পশ্চিমবঙ্গের অন্যতম তীর্থক্ষেত্র এই দক্ষিণেশ্বরে রয়েছেন মা ভবতারিনী। বিখ্যাত এই কালী মন্দিরের সঙ্গে জড়িত রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দের মতো মনিষীদের নাম। কালীপুজোর দিন সেখানে কালী ভক্তদের ভিড় উপচে পড়ে। ডালা হাতে ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অসংখ্য মানুষকে।
কলকাতার উপকণ্ঠে দক্ষিণেশ্বরে গঙ্গার পশ্চিম পাড়ে এই মন্দির অবস্থিত। কলকাতা ও তার আশপাশের বাসিন্দারা তো বটেই, বাইরে থেকেও যাঁরা কলকাতায় আসেন, তাঁদের বেশিরভাগই একবার অন্তত দক্ষিণেশ্বর কালীবাড়ি দর্শন করে যান। কালীপুজোর সময়ে ভিড় থাকে চোখে পড়ার মতো।
কখন পুজো দেওয়া যায় এই মন্দিরে?
বর্তমানে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের জন্য সকাল ৬টায় খুলে যায়। পুজো শুরু হয় সকাল সাড়ে ৬টা থেকে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পুজো দনেওয়া হয় ভক্তদের থেকে। এরপর ফের দুপুর সাড়ে ৩টে থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পুজো দিতে পারেন ভক্তরা। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রতিদিনই নিত্যপুজোর বন্দোবস্ত রয়েছে ভবতারিনী মায়ের মন্দিরে।
প্রতিদিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সন্ধ্যারতি হয় এই দক্ষিণেশ্বর মন্দিরে। প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগম হয়। কালীপুজোতে সেই ভিড় হয় দ্বিগুণ।
প্রতিদিনই ভক্তদের জন্য মা কালীর অন্নভোগের ব্যবস্থা রয়েছে।