Advertisement

দেবী দুর্গার সপ্তমী পুজোর নির্ঘণ্ট! দেখে নিন এক নজরে

একদিকে করোনাসুর, অন্যদিকে নিম্নচাপ, সব মিলিয়ে এই বছরের দুর্গা পুজোয় বেজায় মন খারাপ বাঙালির। তবে নিয়ম - আচার মেনেই সব জায়গায় করা হচ্ছে দেবীর পুজো। দেখে নেওয়া যাক, গুপ্ত প্রেস অনুযায়ী এই বছরের সপ্তমীর পুজোর নির্ঘণ্ট।

চলতি বছরে অতিমারীতেই পুজো হচ্ছে  দেবী দুর্গারচলতি বছরে অতিমারীতেই পুজো হচ্ছে দেবী দুর্গার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Oct 2020,
  • अपडेटेड 8:28 AM IST
  • অতিমারী পরিস্থিতিতেই উমা বাড়ি এসেছে।
  • নিয়ম - আচার মেনেই সব জায়গায় করা হচ্ছে দেবীর পুজো।
  • সপ্তমী তিথি রয়েছে শুক্রবার সকাল ১১টা ৫৬মিনিট ০৬সেকেন্ড পর্যন্ত।

অতিমারী পরিস্থিতিতেই উমা বাড়ি এসেছে। একদিকে করোনাসুর, অন্যদিকে নিম্নচাপ, সব মিলিয়ে এই বছরের দুর্গা পুজোয় বেজায় মন খারাপ বাঙালির। তবে নিয়ম - আচার মেনেই সব জায়গায় করা হচ্ছে দেবীর পুজো। দেখে নেওয়া যাক, গুপ্ত প্রেস অনুযায়ী এই বছরের সপ্তমীর পুজোর নির্ঘণ্ট। 

বলা চলে সপ্তমী থেকেই আসলে পুজো শুরু। এই বছর বাংলা ক্যালেন্ডারে দিনটা পড়েছে ৬ কার্তিক ১৪২৭।  মহাসপ্তমীতে সূর্যোদয় হয়েছে সকাল ৫.৪১ মিনিটে ও সূর্যাস্ত হবে সন্ধে ৫.০৩ মিনিটে। পূর্বাহ্ণ থাকবে সকাল ৯.২৮ মিনিট পর্যন্ত। 

সপ্তমী তিথি আরম্ভ:
বাংলা তারিখ– ৫কার্তিক, ১৪২৭, বৃহস্পতিবার।

আরও পড়ুন

ইংরেজি তারিখ– ২২/১০/২০২০

সময়–দুপুর ১টা ১১ মিনিট ৫৯ সেকেন্ড থেকে।

সপ্তমী তিথি শেষ: 
বাংলা তারিখ – ৬ কার্তিক , ১৪২৭, শুক্রবার।

ইংরেজি তারিখ– ২৩/১০/২০২০

সময়– সকাল ১১টা ৫৬মিনিট ০৬সেকেন্ড পর্যন্ত।  

বারবেলানুরধে সকাল ৮.৩২ মিনিটের মধ্যে এই বছর সেরে ফেলতে হবে নবপত্রিকা স্নান, প্রবেশ,স্থাপন, সপ্তম্যাদিকল্পারাম্ভ ও সপ্তমীর অন্যান্য পূজা প্রশস্তা।

রাত ১০টা ৫৬ মিনিট ৪৯ সেকেন্ড থেকে ১১টা ৪৪ মিনিট ৪৯ সেকেন্ডের মধ্যে দেবীর অর্ধরাত্র বিহিত পূজা।

Read more!
Advertisement
Advertisement