Advertisement

Maa Lakshmi: শুক্রবার ভুলেও এই কাজ না! মা লক্ষ্মী ক্রুদ্ধ হয়ে, ঘরে থাকবে অর্থ সংকট

Maa Lakshmi: শুক্রবারও দেবী লক্ষ্মীর দিন হিসাবে ধরা হয়। এদিন দেবী লক্ষ্মীর আরাধনা করলে বিশেষ উপকার পাওয়া যায়। যারা দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান, তারা সম্পদে পরিপূর্ণ হন। কিন্তু অন্যদিকে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হলে, সেই ব্যক্তিকে দারিদ্র্যের মুখে পড়তে হতে পারে।

দেবী লক্ষ্মী
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Mar 2022,
  • अपडेटेड 6:55 PM IST

প্রতিটি দিনই কোনও না কোনও দেবতার বিশেষ দিন বলে বিবেচিত। যেমন সোমবার দেবাদিদেব শিব, মঙ্গলবার হনুমানজি বা মা কালী, ঠিক তেমনই বৃহস্পতিবারকে লক্ষ্মীবার হিসাবে জানেন সকলে। তবে অনেকের অজানা, শুক্রবারও দেবী লক্ষ্মীর দিন হিসাবে ধরা হয়। এদিন দেবী লক্ষ্মীর আরাধনা করলে বিশেষ উপকার পাওয়া যায়। যারা দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান, তারা সম্পদে পরিপূর্ণ হন। কিন্তু অন্যদিকে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হলে, সেই ব্যক্তিকে দারিদ্র্যের মুখে পড়তে হতে পারে।

শুক্রবারে অসাবধানতাবশত এই কাজগুলি করলে, দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং তার ক্রোধের সম্মুখীন হতে হয়। আপনি যদি দেবী লক্ষ্মীর ক্রোধ এড়াতে চান এবং ধন- সম্পদ সহকারে ঘরে সুখ-শান্তিতে বসবাস করতে চান, তাহলে শুক্রবারে নীচের উল্লেখিত কাজগুলি এড়িয়ে চলুন।

*  সূর্যাস্তের পর ঝাড়ু ব্যবহার করবেন না

বাড়ির প্রবীণদের অনেক সময় বলতে শোনা যায়, সন্ধ্যায় ঝাড় দিতে নেই। সন্ধ্যায় সূর্যাস্তের পর ঝাড়ু দেওয়া উচিত নয়, এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন। তবে এটা শুধু শুক্রবার না, যে কোনও দিনই প্রযোজ্য। 

* ধার দেবেন না বা টাকা লেনদেন করবেন না

শুক্রবার ঋণের লেনদেন এড়িয়ে চলতে হবে। কাউকে ধার দেবেন না বা কারও কাছ থেকে টাকা ধার করবেন না। কথিত আছে, এদিন ঋণ লেনদেনের কারণে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। 

* ঘর অন্ধকার রাখবেন না

বর্তমান সময় অনেকেরই খুব কম আলোতে থাকার অভ্যাস রয়েছে। তারা সন্ধ্যায় ঘরের আলো অনেকটাই কমিয়ে দেয়। তবে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন এক্ষেত্রে। তাই শুক্রবার তো বটেই, সেই সঙ্গে অন্য কোনও দিন সন্ধ্যায় কম আলো রাখবেন না ঘরে।

Advertisement

* ঝাড়ু দাঁড় করিয়ে  রাখবেন না

ঘরে কখনও ঝাড়ু দাঁড় করিয়ে রাখবেন না। এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং ঘরে দারিদ্র্য আসতে পারে। তাই শুক্রবারে এই ভুলটা একদমই করবেন না।

* ঘরে ময়লা ফেলবেন না

কথিত আছে, যেখানে পরিচ্ছন্নতা থাকে সেখানে মা লক্ষ্মীর বাস। এই কারণেই দীপাবলির দিন, দেবী লক্ষ্মীর আরাধনার আগে, ঘর সঠিকভাবে পরিষ্কার করা হয়, যাতে মা লক্ষ্মী ঘরে খুশি থাকেন এবং তাঁর কৃপা চিরকাল থাকে।


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement