ঝাঁটা - সোনা-রুপো ছাড়ুন। ধনতেরাসের দিন ঝাঁটা কিনুন। কারণ ঝাঁটা হল মা লক্ষ্মীর প্রতীক। তাই এই দিন ঝাঁটা কিনলে মা লক্ষ্মী ঘরে থাকেন। আর্থিক সমস্যাও দূর হয়।
পাকা ধান - এই দিন ধান কেনাও অত্যন্ত সুফল দেয়। কারণ ধানকে সমৃদ্ধি হিসেবে ধরা হয়। পুজোর সময় মা লক্ষ্মীকে ধান অর্পণ করে সেটি সিন্দুকে রেখে দিন।
ব্যবসায়িক কোনও জিনিস - ধনতেরাসে আপনার নিজস্ব ব্যবসা সংক্রান্ত কোনও সামগ্রী কিনতে পারেন। যেমন, কোনও লেখক পেন কিনতে পারেন, শিল্পী তুলি কিনতে পারেন, পড়ুয়ারা বইপত্র কিনতে পারেন। ধনতেরাসের দিন যে কোনও একটি নতুন জিনিস ঘরে আনুন তাঁকে মা লক্ষ্মীর সামনে রেখে পুজো করুন।
ইলেকট্রনিক সামগ্রী - এদিন ইলেকট্রনিক পণ্য যেমন, টিভি, ফ্রিজ, মোবাইল ফোন, ল্যাপটপের মতো জিনিস কিনুন এবং সেগুলিকে বাড়ির উত্তর-পূর্ব দিকে রাখুন।
গোমতি চক্র - স্বাস্থ্য এবং সমৃদ্ধির জন্য ধনতেরসের দিনে ১১টি গোমতি চক্র কিনতে পারেন। সেগুলিকে একটি হলুদ কাপড়ে বেঁধে নিজের সিন্দুক বা লকারে রাখুন।
বাসনপত্র - এদিন অনেকে বাসন কেনেন। তবে অনেকেই জানেন না যে কোন ধাতুর বাসন কেনা উচিত। সেক্ষেত্রে আপনি পিতল-কাঁসা বা তামার বাসন কিনুন। সেটিকে বাড়ির পূর্ব দিকে রাখুন।
স্বস্তিক চিহ্ন- ধনতেরাসের দিন নিজের বাড়ির প্রবেশদ্বারের দরজার উপরে স্বস্তিক চিহ্ন আঁকুন। ঘর-পরিবারে সমৃদ্ধি আসে। নেতিবাচক শক্তি ও ক্ষতিকারক শক্তি দূরে থাকে।