Advertisement

Dhanteras Shubh Muhurat For Shopping 2022 : ধনতেরাসে এই সময় সোনা-রুপো কেনা সবচেয়ে শুভ, রইল পুজোর নিয়মও

জ্যোতিষ মতে ধনতেরাসের দিন সর্বার্থ সিদ্ধি যোগে (Sarvartha Siddhi Yoga 2022) সোনা এবং রুপোর জিনিস কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই যোগে সমস্ত সিদ্ধি বাস করে। সর্বার্থ সিদ্ধি যোগকে সবচেয়ে ভাল মুহুর্ত বলে মনে করা হয়। তাই ধনতেরাসের দিনে সোনা ও রুপোর অলঙ্কার কেনার জন্য এর চেয়ে ভাল সময় আর হতে পারে না। এই বছর সর্বার্থ সিদ্ধি যোগ ২৩শে অক্টোবর সকাল ৬টা ৩১  মিনিটে শুরু হবে এবং থাকবে ২টো ৩৪ মিনিট পর্যন্ত। 

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 16 Oct 2022,
  • अपडेटेड 4:27 PM IST
  • সামনেই ধনতেরাস
  • রয়েছে সোনা-রুপো কেনার প্রথা
  • জেনে নিন শুভ সময়

সামনেই আসছে দীপাবলি। তার আগেই ধনতেরাস (Dhanteras 2022)। ওই দিন মা লক্ষ্মী, কুবের ও ধন্বন্তরীর পুজো করা হয়। এবছর আগামী ২৩ অক্টোবর ধনতেরাস। এই দিন মানুষ সোনা-রুপোর মতো ধাতুর গয়না বা নতুন বাসন কেনেন। এমনটা করলে মা লক্ষ্মী ও কুবের দেবের আশীর্বাদ পাওয়া যায় বলেই বিশ্বাস। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই বছর ধনতেরাসে সোনা-রুপো কেনার শুভ সময় (Dhanteras Shubh Muhurat For Shopping 2022)। 

ধনতেরাসে শুভ মুহূর্ত (Dhanteras Shubh Muhurat 2022)
ধনতেরাসের দিন সূর্যাস্তের পরে করা উচিত লক্ষ্মী পুজো। 
ধনতেরাসের সময় - সন্ধ্যা ৫টা ৪৪ মিনিট থেকে ৬টা ৫ মিনিট পর্যন্ত, অর্থাৎ ২১ মিনিট। 
প্রদোষ কাল - ৫টা ৪৪ মিনিট থেকে ৮টা ১৬ মিনিট পর্যন্ত
বৃষ কাল - ৬টা ৫৮ মিনিট থেকে ৮টা ৫৪ মিনিট

সোনা-রুপো কেনার শুভ সময়
জ্যোতিষ মতে ধনতেরাসের দিন সর্বার্থ সিদ্ধি যোগে (Sarvartha Siddhi Yoga 2022) সোনা এবং রুপোর জিনিস কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই যোগে সমস্ত সিদ্ধি বাস করে। সর্বার্থ সিদ্ধি যোগকে সবচেয়ে ভাল মুহুর্ত বলে মনে করা হয়। তাই ধনতেরাসের দিনে সোনা ও রুপোর অলঙ্কার কেনার জন্য এর চেয়ে ভাল সময় আর হতে পারে না। এই বছর সর্বার্থ সিদ্ধি যোগ ২৩শে অক্টোবর সকাল ৬টা ৩১  মিনিটে শুরু হবে এবং থাকবে ২টো ৩৪ মিনিট পর্যন্ত। 

আরও পড়ুন

এভাবে করুন পুজো
প্রথমে ঠাকুর ঘরে চৌকিতে লালরঙের কাপড় রাখুন। এরপর মা লক্ষ্মী, কুবের দেব ও ধন্বন্তরীর মূর্তি বা ছবি প্রতিষ্ঠা করুন। যদি ছবি বা মূর্তি না থাকে তাহলে ৩টি সুপারিও রাখতে পারেন। সঙ্গে রাখুন হলুদ, চাল, ফুল, মালা, ধূপ, প্রদীপ, নৈবেদ্য। পূর্ব দিকে মুখ করে বসে প্রদীপ জ্বালান। এরপর ৩ বার আছমন করুন। প্রথমে প্রণাম করুন, ধরিত্রী মাতা, ভগবান গণেশ, মা গৌরীর। ধন্বন্তরীকেও প্রণাম করুন। এবার পুজো করুন। পুজোর পর বাসনে স্বস্তিক চিহ্ন আঁকুন এবং ১০৮ বার 'ওম মহা লক্ষ্মী নমঃ' মন্ত্র জপ করুন।  

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement