Advertisement

Dhanteras 2025: আজ রাত ৮টা পর্যন্ত রয়েছে শুভ মুহূর্ত, সময় নষ্ট না করে ধনতেরসের কেনাকাটা সেরে নিন

আজ ধনতেরসের শুভ পর্ব উদযাপন করা হবে। ভারতে দিওয়ালি বা দীপাবলি মহোৎসব শুরু হয় ধনতেরস অর্থাৎ ধনত্রয়োদশী থেকে শুরু হয়। এইদিন কুবের দেবতা ও মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে। কিংবদন্তী আছে, এইদিনই দেবী লক্ষ্মী সমুদ্র মন্থনে আবির্ভাব হয়েছিলেন আর নিজের সঙ্গে সমৃদ্ধি নিয়ে আসে।

ধনতেরস ২০২৫ধনতেরস ২০২৫
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Oct 2025,
  • अपडेटेड 11:24 AM IST
  • আজ ধনতেরসের শুভ পর্ব উদযাপন করা হবে।

আজ ধনতেরসের শুভ পর্ব উদযাপন করা হবে। ভারতে দিওয়ালি বা দীপাবলি মহোৎসব শুরু হয় ধনতেরস অর্থাৎ ধনত্রয়োদশী থেকে শুরু হয়। এইদিন কুবের দেবতা ও মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে। কিংবদন্তী আছে, এইদিনই দেবী লক্ষ্মী সমুদ্র মন্থনে আবির্ভাব হয়েছিলেন আর নিজের সঙ্গে সমৃদ্ধি নিয়ে আসে। মা লক্ষ্মীর সঙ্গে অর্থের দেবতা কুবের দেবও এসেছিলেন। তাই এইদিন আপনি যেটাই কিনবেন, তার লাভ পুরো বছরভর পাবেন। তাই ধনতেরসের দিন সোনা-রুপো ও এমনকী গাড়িও কেনে। আসুন জেনে নিন ধনতেরসে পুজোর সময় ও কেনাকাটি করার শুভ মুহূর্ত কখন। 

ধনতেরস ২০২৫ তিথি (Dhanteras 2025 Tithi) 
দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথির আরম্ভ ১৮ অক্টোবর দুপুর ১২টা ১৮ মিনিট থেকে যা শেষ হবে ১৯ অক্টোবর দুপুর ১টা ৫১ মিনিটে। ধনতেরসের প্রথম শুভ মুহূর্ত ছিল আজকে শনিবার ৮টা ৫০ মিনিট থেকে সকাল ১০টা ৩৩ মিনিট পর্যন্ত। এরপর দ্বিতীয় শুভ মুহূর্ত শুরু হয়েছে সকাল ১১টা ৪৩ মিনিট থেকে যা শেষ হবে ১২টা বেজে ২৮ মিনিট পর্যন্ত। আর তৃতীয় শুভ মুহূর্ত শুরু শনিবার সন্ধ্যে ৭টা ১৬ মিনিট থেকে। যা শেষ হবে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত। 

কেনাকাটা করার শুভ মুহূর্ত (Dhanteras Shopping Timing)

শুভ কাল-সকাল ৭টা ৪৯ মিনিট থেকে সকাল ৯টা ১৫ মিনিট পর্যন্ত। 

লাভ উন্নতি মুহূর্ত-দুপুর ১টা ৩২ মিনিট থেকে দুপুর ২টো ৫৭ মিনিট পর্যন্ত।

অমৃত কাল-দুপুর ২টো ৫৭ মিনিট থেকে সন্ধ্যে ৪টে ২৩ মিনিট পর্যন্ত।

চর কাল-দুপুর ১২টা বেজে ৬ মিনিট থেকে দুপুর ১টা ৩২ মিনিট পর্যন্ত

ধনতেরসের পুজোর মুহূর্ত (Dhanteras 2025 Pujan Shubh Muhurat) 
দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, ধনতেরসে আজ পুজোর শুভ মুহূর্ত সন্ধে ৭টা ১৬ মিনিট থেকে শুরু হয়ে রাত ৮টা ২০ মিনিটপর্যন্ত থাকবে। এই শুভ মুহূর্তে আপনি মা লক্ষ্মী, কুবের দেবতা ও ভগবান ধন্বন্তরীর পুজো করতে হয়। যার ফলে সুখ-সমৃদ্ধি বাড়বে বাড়িতে। 

Advertisement

যমের প্রদীপ কখন জ্বালাবেন
ধনতেরসের দিন সূর্যাস্তের পর বাড়ির প্রধান দরজায় চারমুখী যমের প্রদীপ জ্বালাবেন। যা যমের দেবতাকে উৎসর্গ করা হয়। একে যম দীপক ও দীপদান বলা হয়। এটা পরিবারের সুখ-শান্তির জন্য জ্বালানো হয়েছে। আজকে যমের প্রদীপ জ্বালানোর শুভ মুহূর্ত বিকেল ৫টা বেজে ৮৪ মিনিট থেকে সন্ধ্যে ৭টা বেজে ০৪ মিনিট পর্যন্ত থাকবে।  

Read more!
Advertisement
Advertisement