Advertisement

Kali Puja Shubh Muhurat: ধনতেরাস, কালীপুজো থেকে ভাইফোঁটা, জেনে নিন প্রতিটি উৎসবের শুভ মুহূর্ত

ধনতেরাস থেকে শুরু করে কালীপুজো, দিওয়ালি এবং ভাইফোঁটা, উৎসবের মরশুম চলবে আগামী ৫ দিন পর্যন্ত। প্রতিটি দিন পুজোর শুভ মুহূর্তগুলি কখন? জেনে নিন পঞ্জিকা অনুযায়ী সময়।

জেনে নিন শুভ মুহূর্ত জেনে নিন শুভ মুহূর্ত
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Oct 2025,
  • अपडेटेड 1:18 PM IST
  • ধনতেরাস থেকে শুরু করে কালীপুজো কিংবা ভাইফোঁটা
  • পুজোর শুভ সময় কখন?
  • পঞ্জিকা অনুযায়ী শুভ মুহূর্ত জেনে নিন

২০ অক্টোবর দীপাবলি। কিন্তু উৎসব চলবে ৫ দিন ধরে। শনিবার, ১৮ অক্টোবর থেকে বৃহস্পতিবার ২৩ অক্টোবর পর্যন্ত উদযাপন করা হবে উৎসবের মরশুম। ১৮ অক্টোবর, শনিবার পালিত হবে ধনতেরাস। ১৯ অক্টোবর রয়েছে ভূত চতুর্দশী। উত্তর এবং পশ্চিম ভারতে এই দিনটি ছোটি দিওয়ালি হিসেবে পালন করা হয়। ২০ অক্টোবর কালীপুজো। ২২ অক্টোবর রয়েছে অন্নকূট এবং ২৩ অক্টোবর ভাইফোঁটা। ধনতেরাস থেকে শুরু করে ভাইফোঁটা পর্যন্ত পর পর উৎসবগুলির শুভ মুহূর্ত জেনে নিন। 

ধনতেরাসের শুভ মুহূর্ত
কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশা তিথিতে ১৮ অক্টোবর দুপুর ১২টা বেজে ১৮ মিনিটে শুরু হচ্ছে ধনতেরাসের তিথি। সমাপ্ত হবে ১৯ অক্টোবর দুপুর ১টা বেজে ৫১ মিনিটে। ধনতেরাসের প্রথম শুভ মুহূর্ত শুরু হবে সকাল ৮টা ৫০ মিনিটে। চলবে সকাল ১০টা ৩৩ মিনিট পর্যন্ত। দ্বিতীয় শুভ মুহূর্ত শুরু হবে সকাল ১১টা ৪৩ মিনিটে। শেষ হবে দুপুর ১২টা বেজে ২৮ মিনিটে। তৃতীয় শুভ মুহূর্ত শুরু হবে সন্ধ্যা ৭টা ১৬ মিনিটে। চলবে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত। পঞ্জিকা অনুযায়ী, ধনতেরাসের দিন পুজোর মুহূর্ত সন্ধ্যা ৭টা ১৬ মিনিট থেকে শুরু হয়ে চলবে রাত ৮টা ২০ মিনিটে। এই শুভ মুহূর্তে মা লক্ষ্মী, কুবের দেবতা এবং ভগবান ধন্বন্তরীর পুজো করা হয়। এতে ঘরে ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। 

ছোটি দিওয়ালির শুভ মুহূর্ত 
পঞ্জিকা অনুসারে, ছোটি দিওয়ালির দিন পুজোর মুহূর্ত শুরু হয় সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে। চলবে রাত ৮টা বেজে ৫৮ মিনিট পর্যন্ত।

দীপাবলি/কালী পুজোর শুভ মুহূর্ত
পঞ্জিকা অনুসারে, কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের অমাবস্যা তিথিতে ২০ অক্টোবর দুপুর ৩টে ৪৪ মিনিট থেকে শুরু হয়ে কালীপুজোর তিথি চলবে ২১ অক্টোবর বিকেল ৫টা ৫৫ মিনিট পর্যন্ত। পঞ্জিকা অনুসারে দীপাবলির দিন লক্ষ্মী-গণেশ পুজোর সবচেয়ে শুভ সময় সন্ধ্যা ৭টা ৮ মিনিট থেকে রাত ৮টা ১৮ মিনিট পর্যন্ত। এই সময়কে প্রদোষ কাল এবং স্থির লগ্নের সংযোগ বলা হয়। যা মা লক্ষ্মী এবং গণেশের কৃপা পাওয়ার জন্য উত্তম সময় মনে করা হচ্ছে। অর্থাৎ পুজোর জন্য ১ ঘণ্টা ১১ মিনিট সময় মিলবে। 

Advertisement

ভাইফোঁটার শুভ মুহূর্ত
পঞ্জিকা অনুসারে, ভাইফোঁটার দ্বিতীয়া তিথি শুরু হবে ২২ অক্টোবর রাত ৮টা ১৬ মিনিটে। সমাপ্ত হবে ২৩ অক্টোবর রাত ১০টা ৪৬ মিনিটে। উদয়তিথি অনুসারে, ভাইফোঁটা ২৩ অক্টোবরই পালিত হবে। ভাইফোঁটা দেওয়ার সবচেয়ে শুভ মুহূর্ত দুপুর ১টা ১৩ মিনিট থেকে দুপুর ৩টে ২৮ মিনিট পর্যন্ত থাকবে। 


 

 

Read more!
Advertisement
Advertisement