Advertisement

Durga Puja 2022: অষ্টমীতে নারকেল খেলে মূর্খতা প্রাপ্তি, পুজোর কোন দিন কী খাওয়া অমঙ্গলের?

Durga Puja 2022, Food: শাস্ত্র মতে, দিনক্ষণ মেনে, সময় মেনে খাওয়া থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজ করার নিয়ম আছে। এই যেমন, সন্ধেয় ঘর ঝাড়ু দিলে লক্ষ্মীদেবী রুষ্ট হন, ভিজে গামছা গায়ে জড়িয়ে খাবার খেলে পিতা-মাতার মৃত্যু হয়, পূর্ব ও পশ্চিম দিকে মুখ করে আহার করতে হয়, সূর্য উদয়ের আগে এবং গোধূলি লগ্নে খাদ্য গ্রহণ করা উচিৎ নয়- এমনই কিছু আচার-বিচার আছে যা অনেকেই মানেন।

দুর্গাপুজোয় কী কী খাওয়া উচিত নয়দুর্গাপুজোয় কী কী খাওয়া উচিত নয়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Sep 2022,
  • अपडेटेड 3:38 PM IST
  • তৃতীয়াতে পটল খেতে নেই, তাহলে শত্রু বৃদ্ধি পায়
  • চতুর্থীতে মূলো খেলেই অর্থহানি হয়
  • ষষ্ঠীতে নিমপাতা খেলে সন্তানের ভাগ্য খারাপ হয়

Durga Puja 2022, Food: শাস্ত্র মতে, দিনক্ষণ মেনে, সময় মেনে খাওয়া থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজ করার নিয়ম আছে। এই যেমন, সন্ধেয় ঘর ঝাড়ু দিলে লক্ষ্মীদেবী রুষ্ট হন, ভিজে গামছা গায়ে জড়িয়ে খাবার খেলে পিতা-মাতার মৃত্যু হয়, পূর্ব ও পশ্চিম দিকে মুখ করে আহার করতে হয়, সূর্য উদয়ের আগে এবং গোধূলি লগ্নে খাদ্য গ্রহণ করা উচিৎ নয়- এমনই কিছু আচার-বিচার আছে যা অনেকেই মানেন। সেরকমই খাওয়া দাওয়ারও অনেক নিয়ম আছে। যেমন, দুর্গাপুজোর ক'টা দিন কিছু খাবার মুখে তুলতে নেই। 

শাস্ত্র এও বলে, জল, দই, ক্ষীর, দুধ, মধু, ঘি, ছাতু ও শাক জাতীয় খাদ্য কখনও নিজের পাতের থেকে অপরকে দেওয়া উচিৎ নয়, তেমনই পুজোর এই দশটা দিন এই খাবারগুলি খেলে শত্রু বৃদ্ধি, দুর্ভাগ্য, আর্থিক সঙ্কটের মুখে পড়তে হয়। 

শাস্ত্রমতে, দুর্গাপুজোয় (Durga puja) কোন দিন কী খেতে নেই?

আরও পড়ুন

- প্রতিপদ তিথি অর্থাৎ প্রথমাতে চালকুমড়ো খেতে নেই, এতে অর্থহানি হয়।

- তৃতীয়াতে পটল খেতে নেই, তাহলে শত্রু বৃদ্ধি পায়।

- চতুর্থীতে মূলো খেলেই অর্থহানি হয়।

- পঞ্চমীতে বেল খাওয়া মহা পাপ, তাহলে কলঙ্ক হয়।

- ষষ্ঠীতে নিমপাতা খেলে সন্তানের ভাগ্য খারাপ হয়।

- সপ্তমীতে তাল খেলে স্বাস্থ্যের ক্ষতি হয়।

- অষ্টমীতে নারকেল খেলে মূর্খ হয়ে যেতে পারেন।

- নবমীতে পান্তা ভাত খেলে জ্বর, সর্দি-কাশির সমস্যা হতে পারে।

- দশমীতে কলমীশাক খেলে তা গোহত্যার সমান পাপ হয়।

- একাদশীতে শিম খেতে নেই। তা মহাপাপ।

এছাড়াও, পুজোয় রবিবার দূর্বা ঘাস তুলতে নেই। পুজোর সময় সবসময় লাল ফুল, জবা বা পদ্ম ফুল নিবেদন করুন। এতে মা খুশি হন। লাল রং দেবী দুর্গার প্রতীক। 

Read more!
Advertisement
Advertisement