একেবারে দোরগোড়ায় দুর্গাপুজোর (Durga Puja)। পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকি গোটা বিশ্বের বাঙালিরা মেতে ওঠেন দুর্গা পুজোর আনন্দে। শহরজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বছরের নতুন ক্যালেন্ডার বা পঞ্জিকা হাতে পেলেই বাঙালিরা যে দিনগুলিতে সবার আগে চোখ বোলায়, তার মধ্যে দুর্গা পুজো একটি। হিন্দু শাস্ত্র মতে, দেবীর দুর্গার (Devi Durga) মর্তে আগমন ও গমন যে বাহনে (Vahana), তার ওপর নির্ভর করে, গোটা বছরটা পৃথিবীবাসীর কেমন কাটবে। বছর মা দুর্গার আগমন বা গমন (Maa Durgar Agomon -Gomon) কোন বাহনে? জানুন বিস্তারিত...
২০২২ সালে দেবী দুর্গার আগমন (Devi Durga's Arrival 2022)
এবছর দেবী দুর্গার আগমন হবে গজে, যার অর্থ শস্যপূর্ণা বসুন্ধরা।
২০২২ সালে দেবী দুর্গার গমন (Devi Durga's Departure 2022)
উমা কৈলাসে ফিরবেন নৌকায় যার শস্য বৃদ্ধি ও জল বৃদ্ধি।
কোন বাহন কিসের প্রতীক? (Vahana Significance)
নৌকা: নৌকা বন্যার প্রতীক। আবার অনেকে মনে করেন, নৌকায় দেবী দুর্গার আগমন হলে চারিদিকে ভাল ফসল হয় ।
দোলা: দোলা অর্থাৎ পালকি হল মহামারী বা মরকের প্রতীক।
ঘটক: ঘটক বা ঘোড়ার অর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির এলোমেলো অবস্থা। যুদ্ধ-বিগ্রহ, অশান্তি, বিপ্লব ইত্যাদির সংকেত।
গজ: গজ বা হাতি হল শান্তি ও সমৃদ্ধির প্রতীক। গজে আগমন বা গমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়।
২০২২ সালে দেবী দুর্গার আগমন- গমন শুভ না অশুভ? (Devi Durga's Arrival- Departure Auspicious or Inauspicious)
এবছর দেবী দুর্গার আগমন শুভ। কারণ গজকে দেবীর উৎকৃষ্টতম বাহন বলে মনে করা হয়। গজে দেবী আগমন কিংবা গমন অত্যন্ত শুভ। তবে দেবীর গমন সম্পূর্ণ শুভ না।
২০২১ সালে দেবী দুর্গার আগমন- গমন (Devi Durga's Arrival- Departure 2021)
গত বছর দেবী দুর্গার আগমন হয়েছিল ঘোটকে এবং তিনি গমন করেছিলেন দোলায়।
শাস্ত্র মতে, সপ্তমীতে দেবী দুর্গার আগমন এবং দশমিতে গমন হয়। সাধারণত প্রতি বছর সপ্তমী ও দশমী কী বার পড়ছে তার ওপর নির্ভর করে, দেবীর কিসে আগমন এবং গমন সেটা বোঝা যায়। শাস্ত্রে আরও বলা আছে, কোনও বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হলে তা অত্যন্ত অশুভ। প্রসঙ্গত, ২০১৯ সালে দেবীর আগমন এবং গমন হয়েছিল ঘোটকে। যার ফল স্বরূপ হিসাবেই অনেকে মনে করছেন করোনা অতিমারীর কবলে পড়েছেন বিশ্ববাসী।
২০২২ সালের দুর্গা পুজোর দিনক্ষণ (Durga Puja 2022 Date)
২০২২ সালে মহালয়া পড়েছে ২৫ সেপ্টেম্বর, রবিবার। মহাপঞ্চমী - ৩০ সেপ্টেম্বর, মহাষষ্ঠী - ১ অক্টোবর, মহাসপ্তমী - ২ অক্টোবর, মহাঅষ্টমী - ৩ অক্টোবর, মহানবমী - ৪ অক্টোবর এবং মহাদশমী - ৫ অক্টোবর।