Advertisement

Durga Puja Flowers According Zodiac: রাশি অনুযায়ী এই সব ফুল দিয়ে অষ্টমীতে দিন অঞ্জলি, পাবেন দেবীর কৃপা

ধর্মীয় বিশ্বাস অনুসারে, ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত দেবী দুর্গার আরাধনার করলে কাঙ্খিত ফল অর্জিত হয়। দুর্গাপুজোয় ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে। অষ্টমীর দিন ভগবতীকে রাশি অনুযায়ী ফুল নিবেদন করলে শুভ ফল মেলে।

দুর্গাপুজোয় কোন রঙের ফুলে খুশি করবেন মাকে?-দুর্গাপুজোয় কোন রঙের ফুলে খুশি করবেন মাকে?-
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Sep 2022,
  • अपडेटेड 6:27 PM IST
  • এই দিনগুলিতে দেবী দুর্গার আরাধনার করলে কৃপা মেলে।
  • কাঙ্খিত ফল অর্জিত হয়।

আজ থেকে শুরু হয়েছে শারদীয়া নবরাত্রি। চলবে ৫ অক্টোবর। নবরাত্রির ৯ দিনে মা দুর্গার নয়টি রূপের পুজো করা হয়। বাংলায় ষষ্ঠী থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো। ধর্মীয় বিশ্বাস অনুসারে, ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত দেবী দুর্গার আরাধনার করলে কাঙ্খিত ফল অর্জিত হয়। দুর্গাপুজোয় ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে। অষ্টমীর দিন ভগবতীকে রাশি অনুযায়ী ফুল নিবেদন করলে শুভ ফল মেলে।

মেষ- মঙ্গল এই রাশির অধিপতি। লাল রং মঙ্গল গ্রহের খুব প্রিয়। মেষ রাশির জাতক-জাতিকারা যদি মা দুর্গার উদ্দেশে লাল রঙের ফুল অর্পণ করেন তাহলে বিশেষ উপকার পাবেন।

বৃষ-  বৃষ রাশির জাতক-জাতিকাদের অধিপতি শুক্র। তাঁদের সাদা রঙের ফুল নিবেদন করা উচিত।

আরও পড়ুন

মিথুন-  দুর্গাকে হলুদ বা সবুজ ফুল অর্পণ করলে শুভ ফল পাবেন মিথুন রাশির জাতক-জাতিকারা। আসলে এই রাশির অধিপতি বুধ। বুধের প্রিয় রং সবুজ বা হলুদ।

কর্কট-  কর্কট রাশির জাতক-জাতিকারা দেবীকে সবুজ ফুল নিবেদন করুন। এছাড়া জুঁই বা পদ্ম ফুল নিবেদন করলে আরও ভাল হবে।

সিংহ-  সিংহ রাশির জাতক-জাতিকারা ভগবতীকে লাল বা কমলা ফুল অর্পণ করুন। এতে দুর্গার বিশেষ কৃপা পাবেন।

কন্যা- পুজোর সময় কন্যা রাশির জাতক-জাতিকারা দুর্গার উদ্দেশে সবুজ বা হলুদ ফুল অর্পণ করুন। এই রাশির অধিপতি হলেন বুধ। এই গ্রহ সবুজ বা হলুদ রং খুব পছন্দ করে।

তুলা- এই রাশির জাতক-জাতিকারা দেবী দুর্গাকে সাদা রঙের ফুল অর্পণ করুন। শুক্র তুলা রাশির অধিপতি। শুক্রের কাছে সাদা রং খুবই প্রিয়।

বৃশ্চিক- এই রাশির অধিপতি মঙ্গল গ্রহ। লাল রঙের সঙ্গে মঙ্গলের গভীর সম্পর্ক। এই পরিস্থিতিতে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের উচিত মা দুর্গাকে লাল রঙের ফুল অর্পণ করা।

ধনু- এই রাশির জাতক-জাতিকারা দেবী দুর্গাকে হলুদ ফুল অর্পণ করুন। জীবনের সব ইচ্ছাপূরণ হবেন।

মকর- মকর রাশির জাতক-জাতিকারা দুর্গার উদ্দেশে নীল রঙের ফুল অর্পণ করতে পারেন। এতে মায়ের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়।

কুম্ভ- এই রাশির জাতক-জাতিকারা দেবীকে নীল ফুল অর্পণ করুন।

Advertisement

মীন- মীন রাশির জাতক-জাতিকারা নবরাত্রির সময় দেবী দুর্গার উদ্দেশে হলুদ ফুল অর্পণ করুন।

Read more!
Advertisement
Advertisement