উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গা পুজো। বছরের নতুন ক্যালেন্ডার বা পঞ্জিকা হাতে পেলেই বাঙালিরা যে দিনগুলিতে সবার আগে চোখ বোলায়, তার মধ্যে দুর্গা পুজো একটি। জাকজমকপূর্ণ এই উৎসব উদযাপন করেন পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকী গোটা বিশ্বের বাঙালিরা।
হিন্দু শাস্ত্র অনুযায়ী মনে করা হয়, দেবীর দুর্গার মর্তে আগমন ও গমন যে বাহনে, তার ওপর নির্ভর করে গোটা বছরটা পৃথিবীবাসীর কেমন কাটবে। শুরু হয়ে গিয়েছে দুর্গা পুজোর প্রস্তুতি। এবছর মা দুর্গার আগমন শুভ না অশুভ ইঙ্গিত দিচ্ছে?
২০২৩ সালে দেবী দুর্গার আগমন ও গমন
এই বছর দেবী দুর্গার আগমন ও গমন দুটোই ঘোটকে।
দেবীর আগমন ও গমন দুটোই ঘোটকে। ফলে এটি অশুভ ইঙ্গিত। শাস্ত্র মতে, বলা হয় সপ্তমীতে দেবী দুর্গার আগমন এবং দশমিতে গমন হয়। সাধারণত প্রতি বছর সপ্তমী ও দশমী কী বার পড়ছে তার ওপর নির্ভর করে দেবীর কিসে আগমন এবং গমন সেটা বোঝা যায়।
শাস্ত্রে আরও বলা আছে, কোনও বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হলে তা অত্যন্ত অশুভ। ২০২২ সালে দেবীর আগমন হয়েছিল গজে এবং গমন হয়েছিল নৌকায়।
কোন বাহন কিসের প্রতীক
দোলা: দোলা অর্থাৎ পালকি হল মহামারী বা মরকের প্রতীক।
নৌকা: নৌকা বন্যার প্রতীক। আবার অনেকে মনে করেন, নৌকায় দেবী দুর্গার আগমন হলে চারিদিকে ভাল ফসল হয় ।
গজ: গজ বা হাতি হল শান্তি ও সমৃদ্ধির প্রতীক। গজে আগমন বা গমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়।
ঘোটক: ঘোটক বা ঘোড়ার অর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির এলোমেলো অবস্থা। যুদ্ধ-বিগ্রহ, অশান্তি, বিপ্লব ইত্যাদির সংকেত।
মহালয়া ২০২৩
২০২৩ সালের মহালয়া পড়েছে - ১৪ অক্টোবর, শনিবার।
দুর্গা পুজো ২০২৩-র ক্যালেন্ডার
মহাষষ্ঠী - ২০ অক্টোবর, শুক্রবার
মহাসপ্তমী - ২১ অক্টোবর, শনিবার
মহাষ্টমী - ২২ অক্টোবর, রবিবার
মহানবমী - ২৩ অক্টোবর, সোমবার
মহাদশমী - ২৪ অক্টোবর, মঙ্গলবার