আর মাত্র কয়েকটা দিন। অপেক্ষার প্রহর গোনা চলছে। আগামী ২১ সেপ্টেম্বর মহালয়া। সেদিনই ঘটবে পিতৃপক্ষের অবসান। তারপরই দেবীপক্ষের শুরু। দেবীর বোধন কবে? অষ্টমীর অঞ্জলিই বা কখন দেবেন? সমস্ত প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাঙালির মনে। জেনে নিন ২০২৫ সালের দুর্গাপুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট।
১০ আশ্বিন অর্থাৎ ২৭ সেপ্টেম্বর, শনিবার পড়েছে মহাপঞ্চমী। তবে পঞ্চমী তিথি থাকবে ওই দিন সকাল ৮টা ৪৯ মিনিট পর্যন্তই। তারপর থেকেই পড়ে যাবে মহাষষ্ঠী তিনি। ফলে পঞ্জিকা মতে ২৭ সেপ্টেম্বরই মায়ের বোধন।
যদিও পরদিন অর্থাৎ ২৮ সেপ্টেম্বরই এ বছরের দুর্গাপুজোর মহাষষ্ঠী উদযাপিত হবে। সেদিন সকাল ১০টা ৪৩ মিনিট পর্যন্ত থাকবে মনহাষষ্ঠীর তিথি। সেদিন ষষ্ঠীবিধির সমস্ত পুজো সেরে ফেলতে হবে ওই সময়ের মধ্যেই। সন্ধ্যায় হবে দেবীর অধিবাস।
২৯ সেপ্টেম্বর বেলা ১২টা বেজে ২৮ মিনিট পর্যন্তই মহাসপ্তমী। সেদিন দেবীর নবপত্রিকা অর্থাৎ কলাবউ স্নান হবে ওই সময়ের মধ্যেই।
এরপর ৩০ সেপ্টেম্বর মহাষ্টমী। সেদিন বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত মহাষ্টমী থাকবে। ফলে ওই সময়ের আগেই অঞ্জলি দিতে হবে। পৌনে ২টোর পর আর অঞ্জলি দেওয়া যাবে না। মহাষ্টমীর দিনই হবে সন্ধিপুজো। বেলা ১টা বেজে ২১ মিনিটে শুরু হবে সন্ধিপুজো। পুজো শেষ করতে হবে দুপুর ২টো বেজে ৯ মিনিটের মধ্যে।
১ অক্টোবর পালিত হবে মহানবমী। বেলা ২টো ৩৬ মিনিট পর্যন্ত থাকবে মহানবমী। তবে পঞ্জিকা মতে মহানবমীর পুজো সেরে ফেলতে হবে সকাল ৮টা ২৯ মিনিটের মধ্যেই।
২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমী। সেদিন বেলা ২টো বেজে ৫৬ মিনিট পর্যন্ত থাকবে দশমী তিথি। দশমীর পুজো সমাপ্ত হবে বিসর্জনে।
এ বছর দেবীর গজে আগমন। ফল- শস্যপূর্ণ বলসুন্ধরা। এ বছর দেবীর গমন দোলায়। ফল- মড়ক।