Advertisement

Famous Shiva Temples in India: দেশের বিভিন্ন রাজ্যে অবস্থিত এই ১০ শিব মন্দির খুব জাগ্রত

Famous Shiva Temples in India: ভারতবর্ষের প্রায় প্রতিটি রাজ্যেই শিব মন্দির আছে। মহাশিবরাত্রির দিনভর চলে নানা ধর্মীয় রীতি পালন। মন্দিরে (Shiv Temple) তো বটেই, বাড়িতে বাড়িতেও পুজো হয় মহাদেবের।

দেবাদিদেব মহাদেব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Feb 2023,
  • अपडेटेड 10:36 AM IST

দেবাদিদেব মহাদেবের (Lord Shiva) আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি। এদিন ভক্তি মনে পুজো করলে বাবা ভোলেনাথের ভক্তদের মনবাঞ্ছা পূরণ হয়। এবছর মহাশিবরাত্রি (Maha Shivratri) পালিত হবে ১৮ ফেব্রুয়ারি, শনিবার। দিনভর চলে নানা ধর্মীয় রীতি পালন। মন্দিরে (Shiv Temple) তো বটেই, বাড়িতে বাড়িতেও পুজো হয় মহাদেবের (Mahadev)। ভারতবর্ষের প্রায় প্রতিটি রাজ্যেই শিব মন্দির আছে। জানুন, কোথায় কোন মন্দির অবস্থিত, যা খুবই জাগ্রত।

* তারকেশ্বর মন্দির, পশ্চিমবঙ্গ (Tarakeshwar Temple, West Bengal)

হুগলী জেলার তারকেশ্বর শহরে অবস্থিত শিব মন্দির, পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম ও বহু প্রাচীন। প্রতি বছর শ্রাবণ মাসে ও বিশেষ দিনগুলিতে এখানে ভক্তদের সমাগম হয়। 

 

* লিঙ্গরাজ মন্দির, ওড়িশা  (Lingaraj Temple, Odissa)

লিঙ্গরাজ মন্দিরটি ভুবনেশ্বরের সব থেকে বড় মন্দির। এখানে শিব এবং বিষ্ণুর মিলিত রূপ হরিহরের নামে বিরাজ করছেন।

* বৈদ্যনাথ মন্দির, ঝাড়খণ্ড (Baidyanath Temple, Jharkhand)

১২ জ্যোতির্লিঙ্গের একটি বৈদ্যনাথ মন্দিরে অবস্থিত। বৈদ্যনাথ মন্দির চত্বরে মূল বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের মন্দির ছাড়াও আরো ২১ মন্দির আছে। এছাড়াও কথিত আছে , রাবণ এখানে শিবকে খুশি করার জন্য তপস্যা করেছিলেন। 

 

* সোমনাথ মন্দির, গুজরাট (Somnath Temple, Gujrat)

এই শিব মন্দির ১২ জ্যোতির্লিঙ্গের মধ্যে পবিত্রতম। সোমনাথ মন্দিরটি ‘চিরন্তন পীঠ’ নামে পরিচিত। কারণ অতীতে ছয় বার ধ্বংসপ্রাপ্ত হলেও মন্দিরটি সত্বর পুনর্নিমিত হয়। এই মন্দিরের শিব, 'সোমেশ্বর মহাদেব' নামে পরিচিত।

* অমরনাথ মন্দির, কাশ্মীর (Amarnath Temple, Kashmir)

Advertisement

অমরনাথ, ভারতের পরিচিত তীর্থ স্থানগুলির মধ্যে অন্যতম। এখানে পৌঁছানো সকলের পক্ষে সম্ভব হয় না। এটি সমতল থেকে ৩,৮৮৮ মিটার (১২,৭৫৬ ফুট) উঁচু একটি গুহাতে অবস্থিত। গুহাটির চারিদিকের পাহাড়গুলি সাদা তুষারে আবৃত থাকে বছরের অনেক মাস। এমনকী এই গুহার প্রবেশ পথও বরফ ঢাকা পরে যায়। অমরনাথের গুহাতে চুইয়ে পড়া জল জমে শিবলিঙ্গের আকার ধারণ করে।  

* কেদারনাথ মন্দির, উত্তরাখণ্ড (Kedarnath Temple, Uttakhand)

 হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান কেদারনাথ। এই মন্দিরে যাওয়ার জন্য কোনও সড়কপথ নেই। ১২ জ্যোতির্লিঙ্গের একটি কেদারনাথে অবস্থিত। 

 

* মুরুদেশ্বর মন্দির, কর্ণাটক (Murudeswar Temple, Karnataka) 

  আরব সাগরের তীরে অবস্থিত কর্ণাটকে, বিশ্বের দ্বিতীয় উচ্চতম শিব মূর্তি মুরুদেশ্বর মন্দিরে রয়েছে৷ শিবের ওপর নাম মুরুদেশ্বর। 

* কাশী বিশ্বনাথ, উত্তর প্রদেশ (Kashi Biswanath Temple, Uttar Pradesh)

সনাতন ঐতিহ্য এবং নিটোল বিশ্বাস ও আস্থার শহর বারাণসী। কথায় বলে বারাণসী না গেলে আসলে ভারতবর্ষকে চেনা যায় না। গঙ্গা নদীর তীরে অবস্থিত এই মন্দিরও ১২ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। মন্দিরের ১৫.৫ মিটার উঁচু চূড়াটি সোনায় মোড়া। 

* ত্রিম্বকেশ্বর মন্দির, মহারাষ্ট্র (Trimbakeswar Temple, Maharashtra) 

পুরাণ মতে শোনা যায় স্ত্রী অহল্যাকে নিয়ে মহর্ষি গৌতম মহারাষ্ট্রের এই স্থানে বাস করতেন। সেখানে নদী নিয়ে আসার জন্য শিবের কাছে প্রার্থনা জানান ঋষি৷ তারপরই তাঁর সেই প্রার্থনা পূরণ করেন মহাদেব। সেই কাহিনিকে স্মরণ করেই শিবের ত্রিম্বকেশ্বর মন্দির স্থাপিত হয়েছে।  

 

 

* কোটিলিঙ্গেশ্বর মন্দির, কর্ণাটক (Kotileshwar Temple, Karnataka) 

এই শিব মন্দিরের বৈশিষ্ট্য হল এখানে এক কোটি শিব লিঙ্গ রয়েছে। এছাড়াও এখানে ৩৩ মিটার উঁচু শিব লিঙ্গ রয়েছে। 

শিবরাত্রি ২০২৩-র দিনক্ষণ (Shivratri 2023 Date & Time) 

সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রির তিথি পড়ে। এই বছর ১৮ ফেব্রুয়ারি শনিবার পড়েছে মহাশিবরাত্রির তিথি। ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬/৫/৩০ থেকে ১৯ ফেব্রুয়ারি ঘ ৩/৩৮/৩৪ পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি। 

 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement