রবিবার দেবশয়নী একাদশী। হিন্দুধর্মে বছরে মোট ২৪টি একাদশী তিথির মধ্যে অন্যতম হল দেবশয়নী। এর আলাদা মাহাত্ম্য রয়েছে। মনে করা হয়, দেবশয়নী একাদশী থেকে ৪ মাসের জন্য নিদ্রায় যান শ্রীবিষ্ণু। চার মাস পর নিদ্রাভঙ্গ হয়। শাস্ত্র মতে, এই সময় কোনও শুভ কাজ করতে নেই।
জ্যোতিষ মতে, এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। দেবশয়নী একাদশীতে কিছু জিনিস মেনে চললে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। বিষ্ণুর কৃপা পেলে জীবন বদলে যায়। ভাগ্যের চাকা ঘুরে যায়।
দেবশয়নী একাদশীর দিন এসব নিয়ম পালন করলে ভগবান বিষ্ণুর কৃপালাভ হয়। জেনে নিন বিশদে...
* দেবশয়নী একাদশীর সন্ধ্যায় তুলসী মঞ্চে প্রদীপ জ্বালান। বিশ্বাস করা হয়, বিষ্ণুর অত্যন্ত প্রিয় গাছ হল তুলসী। কথিত রয়েছে, তুলসী গাছে মা লক্ষ্মী বিরাজ করেন। তাই দেবশয়নী একাদশীর দিন তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ জ্বালালে সুখ-সমৃদ্ধি বাড়ে।
* দেবশয়নী একাদশীর দিন লক্ষ্মী-নারায়ণের ছবি আঁকা রুপোর মুদ্রা ঘরে রাখা শুভ। এই মুদ্রা ঠাকুরের আসনে রাখলে অর্থলাভ হয়। বাস্তুদোষ কেটে যায়।
* বিশ্বাস করা হয়, দেবশয়নী একাদশীর দিন স্নান সেরে ভক্তিভরে বিষ্ণু সহস্রনাম জপ করলে পাপমুক্তি ঘটে।
* এদিন দরিদ্রের সেবা করলে বিষ্ণুর কৃপা পাওয়া যায়। হলুদ শস্য, হলুদ কাপড়, ঘি, ফল দান করলে সৌভাগ্য লাভ হয়।
* দেবশয়নী একাদশীতে হলুদ ফুল ও হলুদ রঙের কাপড় দিয়ে নারায়ণের পুজো করলে অর্থলাভ হয়। আর্থিক পরিস্থিতির উন্নতি হয়। জীবন বদলায় সকলের।