Advertisement

Ganesh Chaturthi 2025: ২৬ না ২৭ অগাস্ট, গণেশ চতুর্থী কবে? জেনে নিন শুভ মুহূর্ত

২৬ না ২৭ অগাস্ট,তবে পালিত হবে গণেশ চতুর্থী? এই নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। গণেশ পুজোর শুভ মুহূর্ত এবং বিসর্জনের দিনক্ষণও জেনে নিন।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Aug 2025,
  • अपडेटेड 8:48 AM IST
  • ২৬ না ২৭ অগাস্ট, গণেশ পুজো কবে?
  • গণেশ পুজোর শুভ মুহূর্ত কখন?
  • কবে হবে বিসর্জন?

হিন্দু ধর্মে গণেশ চতুর্থী ধুমধাম করে পালন করা হয়। সিদ্ধিদাতা গণেশের পুজো মহারাষ্ট্রে মহোৎসব হিসেবে পালিত হলেও, বাংলাতেও ঘরে ঘরে গণেশের পুজো হয়। শাস্ত্রমতে, সৌভাগ্য, সমৃদ্ধি এবং বুদ্ধির দেবতা হলেন গণেশ। গণেশের আশীর্বাদে সকল কাজে সাফল্য এবং সিদ্ধিলাভ হয়। কিন্তু এবছর গণেশষ পুজো কবে পড়েছে? পুজো করার শুভ মুহূর্তই বা কখন? 

পুরাণ মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি হল সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি। এই দিন গজানন আশীর্বাদদানের উদ্দেশ্যে মর্ত্যে আগমন করেন বলে বিশ্বাস করা হয়। আগামী ২৭ অগস্ট, বুধবার পালিত হবে গণেশ চতু্র্থী। 

পুজোর শুভ মুহূর্ত
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, গণেশ চতুর্থী তিথি শুরু হচ্ছে ২৬ অগাস্ট, মঙ্গলবার দুপুর ১টা ৫৪ মিনিট থেকে। গণেশ চতুর্থী তিথি শেষ হবে ২৭ অগাস্ট, বুধবার দুপুর ৩টে ৪৪ মিনিটে। 

শাস্ত্রমতে, দুপুরেই গণেশের মূর্তি স্থাপনা করার আদর্শ সময়। বিশ্বাস রয়েছে, এই সময়েই সিদ্ধিদাতা গণেশের জন্ম হয়েছিল। 

এবছর গণেশ পুজোর শুভ মুহুর্ত ২৭ অগাস্ট সকাল ১১টা ৫ মিনিট থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত থাকবে। এই সময়ের মধ্যে পুজো করলে সমস্ত মনকামনা পূর্ণ হবে। 

এবার গণেশ পুজোর দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরবের শুরু হচ্ছে বুধবার, যা শুভ মনে করা হয়। এদিন শুভ যোগ, শুক্ল যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ এবং রবি সংযোগ তৈরি হবে। একইসঙ্গে বিরাজমান হবে হস্ত এবং চিত্রা নক্ষত্র।

কবে হবে গণেশ বিসর্জন?
প্রতিবছর গণেশের বিসর্জনের সঙ্গে সঙ্গেই চতুর্থী সমাপ্ত হয়। হিন্দু পঞ্জিকা মতে, এবছর অনন্ত চতুর্দশী ৬ সেপ্টেম্বর, শনিবার পড়েছে। সেইদিনই হবে বিসর্জন।


 

Read more!
Advertisement
Advertisement