Advertisement

Ganesh Puja 2025 Date Time: ২০২৫ সালের গণেশ চতুর্থী কবে? দিন, পুজোর সময় জেনে নিন

Ganesh Puja Date Time: গণেশ চতুর্থী কবে? গণেশ পুজোর দিন, সময় জানতে পারবেন এই প্রতিবেদনে। প্রতিবছরের মতোই এবারও দেশের নানা প্রান্তে মহা ধুমধামে গণেশ পুজো পালিত হবে।

গণেশ পুজো কবে? জেনে নিন। গণেশ পুজো কবে? জেনে নিন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Aug 2025,
  • अपडेटेड 6:52 PM IST
  • গণেশ চতুর্থী কবে? গণেশ পুজোর দিন, সময় জানতে পারবেন এই প্রতিবেদনে।
  • পৌরাণিক কাহিনি অনুযায়ী, গণেশ চতুর্থীর দিন চাঁদ দেখা অশুভ।
  • বাংলায় সাধারণত গণেশ চতুর্থীর দুপুরবেলায়, মধ্যাহ্নে পুজো করা হয়।

Ganesh Puja Date Time: গণেশ চতুর্থী কবে? গণেশ পুজোর দিন, সময় জানতে পারবেন এই প্রতিবেদনে। প্রতিবছরের মতোই এবারও দেশের নানা প্রান্তে মহা ধুমধামে গণেশ পুজো পালিত হবে। ২০২৫ সালে বুধবার, ২৭ অগাস্ট গণেশ চতুর্থী পড়ছে। ১০ দিনের গণেশোৎসব শেষ হবে শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫। পৌরাণিক কাহিনি অনুযায়ী, গণেশ চতুর্থীর দিন চাঁদ দেখা অশুভ। এতে খারাপ সময় আসতে পারে বলে লোকবিশ্বাস। বলা হয়, একবার ভগবান কৃষ্ণ এই দিনে চাঁদ দেখেছিলেন এবং ‘স্যমন্তক’ মণি চুরির মিথ্যা অভিযোগে জড়িয়ে পড়েন। ঋষি নারদ ব্যাখ্যা করেছিলেন, ভগবান গণেশ চাঁদের অহংকার ভাঙতে তাঁকে অভিশাপ দিয়েছিলেন। ফলে ভাদ্রপদ শুক্লা চতুর্থীর দিনে চাঁদ দেখলে মিথ্যা অভিযোগের মুখে পড়তে হয় বলে লোকমতে মনে করা হয়।

বাংলায় সাধারণত গণেশ চতুর্থীর দুপুরবেলায়, মধ্যাহ্নে পুজো করা হয়। বেদের নিয়ম অনুযায়ী দিনের পাঁচটি ভাগ থাকে, প্রাতঃকাল, সঙ্গব, মধ্যাহ্ন, অপরাহ্ন ও সায়ংকাল। এর মধ্যে মধ্যাহ্নকেই গণেশের ঘট স্থাপন ও পুজোর শ্রেষ্ঠ সময় বলে মনে করা হয়। বলা হয়, ভগবান গণেশ এই মধ্যাহ্নেই জন্মগ্রহণ করেছিলেন। তাই এই সময় পুজা করলে সর্বোচ্চ সুফল মেলে।

পুজোর সময়সূচি (২০২৫)
২৭ অগাস্ট, বুধবার সকাল ১০টা ২২ মিনিট থেকে দুপুর ১২টা ৫৪ মিনিট পর্যন্ত পুজোর সেরা সময় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

গণেশ চতুর্থীর পরই মোটামুটি বাংলার দুর্গাপুজোর আবহ এসে যায়। ফলে গণেশ পুজো নিয়ে বাঙালিদের মধ্যে একটি বাড়তি উৎসাহ থাকে। 

গণপতি বাপ্পাকে কীভাবে সন্তুষ্ট করবেন?
গণেশ বিদ্যার দেবতা, সিদ্ধিদাতা ও বিঘ্নহর্তা। তাঁকে খুশি করলে জীবনে সৌভাগ্য, শান্তি ও সমৃদ্ধি আসে। গণেশ ঠাকুরকে প্রসন্ন করার ৫টি সহজ উপায় জেনে নিন,

১. শুদ্ধ বসনে পুজো: সকালে স্নান করে শুদ্ধ বসনে গণেশ মন্ত্র জপ করুন।

২. দূর্বা ঘাস অর্পণ: গণেশজির পুজোয় ২১টি দূর্বা ঘাস দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

৩. লাড্ডু নিবেদন করুন: গণেশজির প্রিয় মিষ্টি হল মোদক ও লাড্ডু। তাই পুজায় এগুলো নিবেদন করলে তিনি তুষ্ট হন।

Advertisement

৪. গণেশ মন্ত্র জপ: প্রতিদিন 'ওঁ গং গণপতয়ে নমঃ' মন্ত্র জপ করলে জীবনের সমস্ত বাধা দূর হয়।

৫. বৃহস্পতিবারে উপবাস: বৃহস্পতিবার ভক্তিভরে উপোস রেখে গণেশজির পুজো করলে আর্থিক সমৃদ্ধি ও শান্তি মেলে।

Read more!
Advertisement
Advertisement