Advertisement

Ganesh Chaturthi Puja Timings: কলকাতায় গণেশ পুজোর শুভ মুহূর্ত কখন? জেনে নিন সিদ্ধিদাতার মূর্তি স্থাপনের সময়

ভিন্ন ভিন্ন শহরে গণেশ চতুর্থীর পুজোর সময় আলাদা। কলকাতায় কখন বসবেন গণেশ পুজোয়? গণপত্তি বাপ্পার মূর্তি স্থাপন করবেন কখন? রইল সময় এবং পুজোর নিয়মাবলী...

Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Aug 2025,
  • अपडेटेड 9:10 AM IST
  • কলকাতায় কখন গণেশ পুজো করবেন?
  • মূর্তি স্থাপনের শুভ মুহুর্ত কখন?
  • জেনে নিন গণেশ পুজোর আচার-বিধি

প্রতি বছরই দুর্গাপুজোর আগে ধুমধাম করে পালিত হয় গণেশ উৎসব। মহারাষ্ট্র সহ পশ্চিম ভারতে ১০ দিন ধরে চলে গণেশ চতুর্থী উদযাপন। শুক্ল চতুর্থী থেকে শুরু হয় উৎসব। এদিন প্রতিমা স্থাপন করা হয়। উৎসব শেষ হয় অনন্ত চতুর্দশীতে। ভক্তরা এই সময়ে ঘরে ঘরে গণপতি বাপ্পার পুজো করেন সমস্ত আচার-বিধি মেনে। এবছর ভাদ্র মাসের শুক্ল পক্ষে চতুর্থী তিথি গণেশ পুজো হচ্ছে বুধবার। 

গণপতি স্থাপনের শুভ মুহূর্ত কখন?
হিন্দু পঞ্জিকা মতে, বুধবার গণপতি স্থাপনের শুভ মুহূর্ত সকাল ১১টা ১ মিনিট থেকে শুরু হবে। চলবে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। এই সময় গণপতি স্থাপন এবং তাঁর পুজোর জন্য উত্তম। তবে আলাদা আলাদা শহরে গণেশের পুজোর সময়ের ফারাক রয়েছে। 

কলকাতায় এদিন গণেশ পুজোর শুভ মুহূর্ত সকাল ১০টা ২২ মিনিট থেকে দুপুর ১২টা ৫৪ মিনিট পর্যন্ত। 

গণেশ পুজোর বিধি
> গণপতিকে বাড়ি নিয়ে আসার আগে সারা বাড়ি ভালো করে পরিষ্কার করুন।
> পুজোর স্থান ভালো করে পরিষ্কার করে ফুল, আলপনা ও অন্য উপকরণ দিয়ে সাজিয়ে ফেলুন।
> গণেশ চতুর্থীর দিন গণপতির মূর্তি সোনা, রুপো এবং তামার জলে স্নান করান।
> মূর্তি বসানোর আগে বেদিতে লাল বা হলুদ রঙের কাপড় বিছিয়ে দিন।
> পূর্ব অথবা উত্তর পূর্ব কোণে গণেশ মূর্তি স্থাপনের নিয়ম। ভুল করেও দক্ষিণ বা দক্ষিণ পশ্চিমে মূর্তি স্থাপন করবেন না। 
> দরজার দিকে মুখ করে গণেশের মূর্তি স্থাপন করা শুভ।  মনে করা হয়, তিনি মঙ্গলমুখী। সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসেন গণপতি। 
> তবে খেয়াল রাখতে হবে, গণেশ মূর্তি যেই জায়গায় স্থাপন করবেন, সেই স্থান যেন ফাঁকা না থাকে। অর্থাৎ মূর্তির পিছনে দেওয়াল থাকা বাঞ্চনীয়। 
> কিছু স্থানে গণেশ মূর্তি রাখা একেবারেই শুভ নয়। বেডরুম, গ্যারেজ, সিঁড়ির নীচে, বার্থরুম বা লন্ড্রি অঞ্চল এই জায়গাগুলোতে গণেশ মূর্তি রাখলে হিতে বিপরীত হয়। সিঁড়ির নীচে, বার্থরুমে নেতিবাচক শক্তি থাকে। সেইজন্যেই এর আশেপাশেও মূর্তি রাখলে তা অশুভ। 
> কখনই একই স্থানে দুটি গণেশ মূর্তি রাখবেন না। বাস্তু মতে, এতে দুই শক্তির নিজেদের মধ্যে সংঘর্ষ হয়। তাই বাড়িতে আলাদা আলাদা স্থানে গণেশ মূর্তি রাখাই শ্রেয়। 
> মনে করা হয়, বাম দিকে শুঁড় রয়েছে, এরকম গণেশের মূর্তি বাড়িতে রাখা সবচেয়ে শুভ। ডান দিকে শুঁড় রয়েছে এরকম মূর্তির থেকে বাম দিকে শুঁড় থাকা গণেশ, শীঘ্র প্রসন্ন হন। 
> পুজোর সময় ২১টি মোদক এবং ২১টি দূর্বা দিয়ে গণেশের যে কোনও ১০টি নাম জপ করুন। তাহলে বাড়িতে সুখ -শান্তি বজায় থাকবে। 
> গণেশ মন্ত্র ‘ওম গণ গণপতায় নমহঃ’ মন্ত্র জপ করুন।
> সবশেষে গোটা পরিবারকে সঙ্গে নিয়ে গণেশের আরতি করুন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement