Advertisement

Feng Shui- Wind Chime: বাড়িতে উইন্ড চাইম রয়েছে? জানুন কোন দিকে রাখলে খুলবে ভাগ্য

Wind Chime: কাঠ, ফাইবার, বাঁশ, মাটি ক্রিস্টাল, এমনকি বিভিন্ন ধাতু দিয়ে তৈরি উইন্ড চাইম শুধু নিজের জন্যে না উপহার স্বরূপ বেছে নেন অনেকেই।

উইন্ড চাইম বাড়িতে রাখলে সমৃদ্ধি ও সাফল্য আসে
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Nov 2022,
  • अपडेटेड 2:11 PM IST

ফেং শ্যুই মতে উইন্ড চাইম অত্যন্ত শুভ। ঘর সাজানোর জন্য ব্যবহিত হলেও, বিশ্বাস করা হয় যে, উইন্ড চাইমের (Wind Chime) টুং-টাং মিষ্টি শব্দে, বাড়ির নেগেটিভিটি দূর হয়। বর্তমানে বাজার চলতি রকমারি উইন্ড চাইম পাওয়া যায়। কাঠ, ফাইবার, বাঁশ, মাটি ক্রিস্টাল, এমনকি বিভিন্ন ধাতু দিয়ে তৈরি উইন্ড চাইম শুধু নিজের জন্যে না উপহার স্বরূপ বেছে নেন অনেকেই।

উইন্ড চাইম বাড়িতে রাখলে সমৃদ্ধি ও সাফল্য আসে এবং গৃহে সৌভাগ্য বজায় থাকে। উইন্ড চাইম বাড়িতে রাখার আগে মাথায় রাখতে হবে কিছু জিনিস। নয় হিতে বিপরীত হতে পারে। 

* বাড়িতে উইন্ড চাইম রাখলে পজিটিভিটি থাকে সব সময়। তাই যে কোনও নেতিবাচক পরিবেশ কাটাতে এটি রাখতেই পারেন। 

* যেই উইন্ড চাইমে ৫ থেকে ৭ টি রড থাকলে এটিকে 'গুডলাক চাইম' বলা হয়। মনে করা হয়, এটি বাড়িতে রাখলে সৌভাগ্য নিশ্চিত। 

* ধাতু দিয়ে তৈরি উইন্ড চাইম বাড়ির পশ্চিম কিংবা উত্তর - পশ্চিম দিকে রাখা সবচেয়ে শুভ। 

* কাঠ কিংবা বাঁশের উইন্ড চাইম দক্ষিণ ও দক্ষিণ -পূর্ব দিকে রাখলে সবচেয়ে শুভ ফল মেলে।  

* সেরামিকের উইন্ড চাইম হলে তা রাখুন বাড়ির মধ্য অংশে এবং উত্তর পূর্ব অংশে৷  

* বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে একদম উইন্ড চাইম ঝোলাবেন না৷ নয়তো প্রেমের পথে বাধা-বিঘ্ন আসবে৷ 

* শৌচাগার, স্টোররুমে ভুলেও উইন্ড চাইম রাখবেন না৷ কারণ তাতে নেগেটিভ এনার্জি আসবে৷ 

* উইন্ড চাইমে রং সৌভাগ্য আনার জন্য দারুণ গুরুত্বপূর্ণ। লাল উইন্ড চাইমে সাফল্য এবং খ্যাতি নিশ্চিত করে। ফেং শ্যুইতে সবচেয়ে শুভ রং লাল। এই রং যেহেতু আগুনের প্রতীক, এটি আবেগ ও সৌভাগ্য আকর্ষণ করতে সহায়তা করে। 

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement