Advertisement

Haldi Plant Vastu Tips: ঘরে আসে অর্থ-সমৃদ্ধি, দূর হয় অনটন, খালি এই দিকে রাখুন হলুদ গাছ

বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে হলুদের গাছ লাগানোও খুব সৌভাগ্যজনক। এমনটা বিশ্বাস, বাড়িতে হলুদের গাছ লাগালে সমৃদ্ধি আসে। দূর হয় আর্থিক অনটন। এছাড়াও পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কও মজবুত হয়। কিন্তু হলুদ গাছ থেকে শুভ উপকার পেতে হলে তা সঠিক দিকে রোপণ করা খুবই জরুরি।

ঘরে লাগান হলুদ গাছ। ঘরে লাগান হলুদ গাছ।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Jun 2022,
  • अपडेटेड 8:50 PM IST
  • বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে হলুদের গাছ লাগানোও খুব সৌভাগ্যজনক।
  • এমনটা বিশ্বাস, বাড়িতে হলুদের গাছ লাগালে সমৃদ্ধি আসে। দূর হয় আর্থিক অনটন।

হলুদের সর্বগুণ সম্পন্ন। রান্নায় তো ব্যবহার করা হয়ই, পাশাপাশি রোগ প্রতিরোধকও। হলুদ প্রতিদিন খেলে রোগব্যাধি দূরে থাকে। হলুদ পুজোর উপকরণের একটি অপরিহার্য উপাদান। যে কোনও শুভ কাজ শুরু করার আগে হলুদ ব্যবহার করা হয়। বাস্তু শাস্ত্রেও হলুদের মাহাত্ম্য অপরিসীম। বাড়িতে হলুদের গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। 

বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে হলুদের গাছ লাগানোও খুব সৌভাগ্যজনক। এমনটা বিশ্বাস, বাড়িতে হলুদের গাছ লাগালে সমৃদ্ধি আসে। দূর হয় আর্থিক অনটন। এছাড়াও পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কও মজবুত হয়। কিন্তু হলুদ গাছ থেকে শুভ উপকার পেতে হলে তা সঠিক দিকে রোপণ করা খুবই জরুরি।

কোন দিকে রাখবেন হলুদ গাছ

আরও পড়ুন

বাস্তুশাস্ত্র অনুসারে, হলুদ গাছটি সর্বদা দক্ষিণ এবং পূর্বের মাঝখানে (অগ্নেয় কোণ) রোপণ করা উচিত। এই দিকে হলুদ লাগালে তা থেকে ইতিবাচক শক্তি আসে। পাশাপাশি সমস্ত বাস্তু দোষও দূর হয়। বাড়িতে শান্তি ও সুখ চাইলে পশ্চিম-উত্তর দিকে হলুদের চারা লাগান। এছাড়া পূর্ব বা উত্তর দিকে হলুদ গাছ লাগানোও শুভ বলে মনে করা হয়। এই দিকে গাছ লাগালে সুখ, সমৃদ্ধি ও সম্পদ আসে।

হলুদের গুঁড়ো নিরাপদে রাখুন

এমনটা বিশ্বাস করা হয় যে হলুদের মালা দিয়ে যে কোনও মন্ত্র জপ করলে শুভ ফল পাওয়া যায়। বাস্তুশাস্ত্র অনুসারে, হলুদের গাছ লাগালে বৃহস্পতি গ্রহ শক্তিশালী হয়, যে কারণে পারস্পরিক সম্পর্ক ভাল থাকে। বাড়ির ভিতরে ইতিবাচক শক্তি বাস করে। এ ছাড়া ঘরের আলমারিতে হলুদের গুঁড়ো রাখলে দেবী লক্ষ্মীর কৃপা মেলে। ঘরে কখনও অর্থের অভাব হয় না।

হলুদে তুঙ্গে বৃহস্পতি

হলুদে রয়েছে ঔষধি গুণ। সনাতন ধর্মে হলুদকে শুভ ও মঙ্গল বলে মনে করা হয়। নেতিবাচক শক্তিকে ধ্বংস করে। তাই হোম-যজ্ঞেও হলুদ ব্যবহার করা হয়। হলুদ, কমলা এবং কালো রঙের হয় হলুদ। রঙের সঙ্গে রয়েছে গ্রহের যোগ। বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত হলুদ। কমলা হলুদের সঙ্গে মঙ্গল ও কালো হলুদের সঙ্গে শনির যোগ রয়েছে। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে শক্তিশালী করতে হলুদ ব্যবহার করা হয়। হলুদ সুতোয় হলুদ হাতে বাঁধলে বৃহস্পতির আশিস মেলে। বৃহস্পতিবার সকালে হলুদ ধারণ করলে অর্থপ্রাপ্তি হয়।     

Advertisement

হলুদ মেখে স্নান

হলুদের প্রয়োগে দূর নেতিবাচক শক্তি। মাঙ্গলিক কাজে হলুদের ব্যবহার করুন। স্নান করার আগে হলুদ মাখুন। হলুদ মেখে স্নান করলে নেতিবাচক শক্তি দূর হয়ে যায়।   

হলুদের বিবিধ উপকারিতা

খাবারে হলুদ দিলে আরোগ্য আসে। 
জলে হলুদ মিশিয়ে সূর্যকে অর্পণ করুন। বাধা দূর হয়। 
রোজ সকালে হলুদের তিলক লাগালে শক্তি মেলে। 
হলুদের মালা নিয়ে জপ করলে বুদ্ধি ও ধৈর্য্য বাড়ে। 

Read more!
Advertisement
Advertisement