Hatekhori Do's & Dont's: বিদ্যার দেবী মা সরস্বতী (Devi Saraswati)। প্রায় প্রত্যেক বাড়িতেই এ দিন দেবী সরস্বতীর আরাধনা হয়। স্কুল, কলেজ ও যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে এদিন ঘটা করে সরস্বতী পুজো হয়। বাসন্তী রঙয়ের পোশাক পরে দেবীর বিদ্যার দেবীর আরাধনা করার রীতি বছরের পর বছর চলে আসছে। সরস্বতী পুজোর দিন হাতেখড়িরও (Hatekhori) গুরুত্ব রয়েছে। এদিন বিদ্যা আরম্ভের সবচেয়ে শুভ দিন।
সন্তানের বিদ্যার সূচনার আগে কিছু জিনিস অবশ্যই জেনে রাখুন। সেগুলি মেনে শিশুর হাতেখড়ি হলে আপনার সন্তানের মেধা বৃদ্ধি ঘটবে। শিক্ষায় সর্বক্ষেত্রে সফল হবে।
কার হাতে হাতেখড়ি হওয়া শুভ?
এই পৃথিবীর সৃষ্টির পিছনে মায়ের (Mother) সবচেয়ে বড় অবদান থাকে। মা একটি শিশুর প্রথম শিক্ষাগুরু। মাঘ মাসের শুক্লা পঞ্চমীর এই শুভ দিনে মায়ের হাতে শিশুর হাতেখড়ি সবচেয়ে শুভ। অনেকেই, ঠাকুরমশাই বা পুরোহিতের হাত থেকে হাতেখড়ি দেওয়ান। এই নিয়মটি সঠিক নয়। মা যদি একান্তই না পারেন, তবে শিশুর বাবা বা মামাও হাতেখড়ি দেওয়াতে পারেন।
এ দিন শুদ্ধ বস্ত্রে পুজোয় বসা উচিত। ঠাকুরমশাই স্লেট ও খড়িকে পবিত্র করেন, এরপর মা বা বাবার হাতে শিশুর হাতেখড়ি দেওয়ান। সরস্বতী মায়ের পুজো করে তাঁকে সাক্ষী রেখে হাতেখড়ি দিলে সেই শিশুর বিদ্যায় অগ্রগতি খুব ভাল হয়।
হাতেখড়ি দেওয়ার নিয়ম
মা, বাবা বা মামা যিনিই দিক না কেন, সর্বাগ্রে সিদ্ধিদাতা শ্রীশ্রী গণেশের পুজো করে নিতে হবে।এরপর শ্রীশ্রী ব্রহ্মার পুজো এবং পুষ্পাঞ্জলির পর ঠাকুরমশাই স্লেট, খড়ি শুদ্ধ করে দেবেন। এরপর অ, আ, ক, খ বা A,B,C,D, সংখ্যা এবং ‘হ্রীং সরস্বতী দেব্যৈ নমঃ’ লিখিয়ে শিশুর হাতেখড়ি দেওয়া উচিত। এতে উচ্চশিক্ষা লাভ হয়।
সরস্বতী পুজো ২০২৩-এর তারিখ ও পঞ্চমী তিথি (Saraswati Puja 2023 Panchami Tithi)
২০২৩ সালের ২৬ জানুয়ারি এবং বাংলায় ১১ মাঘ, বৃহস্পতিবার সরস্বতী পুজো পড়েছে। ২৫ জানুয়ারি রাত ৬/২০/১১ থেকে ২৬ জানুয়ারি বিকেল ৪/৩৮/৫৩ মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি।
সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র (Saraswati Puja Pushpanjali Mantra)
'ওঁ জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগ-শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে। '