Advertisement

Holika Dahan 2022 : হোলিকা দহনে ভুলেও করবেন না এই ৫ কাজ, বিপদ বলে আসে না!

হোলিকা দহনকে অশুভ শক্তির ওপরে শুভ শক্তির জয়ের প্রতীক হিসেবে ধরা হয়। এই বছর ১৭ মার্চ হতে চলেছে হোলিকা দহন। তবে এই হোলিকা দহনের বেশ কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত। নয়তো জীবনে দেখা দিতে পারে সমস্যা। 

হোলিকা দহন
Aajtak Bangla
  • দিল্লি,
  • 16 Mar 2022,
  • अपडेटेड 2:06 PM IST
  • ১৭ মার্চ হোলিকা দহন
  • মাথায় রাখুন কয়েকটি বিষয়
  • না হলে ঘটতে পারে বিপদ

ফাল্গুন মাসের পূর্ণিমাতে পালিত হয় হোলিকা দহন (Holika Dahan 2022)। শুভ মুহূর্তে হোলিকা দহনের পুজো করা বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে ধরা হয়। মনে করা হয় যে হিরণ্যকশিপু হোলিকার কোলে বসিয়ে ভগবান বিষ্ণুর ভক্ত প্রহ্লাদকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন। কিন্তু বিষ্ণুর মহিমায় হোলিকা নিজেই পুড়িয়ে শেষ হয়ে যান। সেই থেকেই পালিত হচ্ছে হোলিকা দহনের রীতি। 

হোলিকা দহনকে অশুভ শক্তির ওপরে শুভ শক্তির জয়ের প্রতীক হিসেবে ধরা হয়। এই বছর ১৭ মার্চ হতে চলেছে হোলিকা দহন। তবে এই হোলিকা দহনের বেশ কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত। নয়তো জীবনে দেখা দিতে পারে সমস্যা। 

ভুলেও এই কাজগুলি করবেন না
হোলিকা দহনের আগুন জ্বলন্ত শরীরের প্রতীক। তাই নববিবাহিতা মহিলারা এই আগুন দেখবেন না। কারণ এটি তাঁদের জন্য অশুভ হিসেবে ধরা হয়। আগমী জীবনে সমস্যাও দেখা দিতে পারে।

হোলিকা দহনের দিন কাউকে ধার দেবেন না। কারণ তাতে বাড়ির সমৃদ্ধি চলে যেতে পারে। দেখা দিতে পারে আর্থিক সংকট। 

বাবা-মায়ের একমাত্র সন্তান হলে হোলিকা দহনের জন্য আগুন দেওয়া উচিত নয়। সেটিকে অশুভ হিসেবে মনে করা হয়। তবে বাবা-মায়ের একাধিক সন্তান থাকলে হোলিকা দহনের আগুন দেওয়া যেতে পারে। 

হোলিকা দহনের দিন কোনও মহিলাকে অপমান করবেন না। বরং মায়ের কোনও কাজ করে দিয়ে তাঁর আশীর্বাদ নিন। তাতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি আপনার ওপরে থাকবে। 

হোলিকা দহনের জন্য আম, পিপল এবং বটবৃক্ষের কাঠ ভুলেও ব্যবহার করতে ভুলবেন না। এর ফলে নেতিবাচকতা তৈরি হয়। হোলিকা দহনের জন্য গুলার এবং রেড়ির কাঠ শুভ বলে মনে করা হয়।

আরও পড়ুন১০ হাজার টাকা জরিমানা বাঁচাতে চাইলে ৩১ মার্চের মধ্যে অবশ্যই সেরে নিন এই কাজ

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement