আজ সরস্বতী পুজো। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমীতে এই তিথিতে পালিত হয় বসন্ত পঞ্চমী, এই দিনেই বিদ্য়ার দেবী সরস্বতীর আরাধনা করা হয়। কারণ বসন্ত পঞ্চমীতে ব্রহ্মার মুখ থেকে দেবী সরস্বতী আবির্ভুতা হয়েছিলেন বলে পুরাণে কথিত আছে। তাই এদিন তাঁর উপাসনা করা হয়। এই বছর ২৬ জানুয়ারি অর্থাৎ আজ সরস্বতী পুজো। সরস্বতী শিক্ষার্থী, বিদ্যানুরাগীদের কাছে বিশেষ অনুষ্ঠান। পুজো ছাত্র-ছাত্রীদের কাছে বিশেষ ভাবে পালনীয় একটি ধর্মীয় অনুষ্ঠান।
সরস্বতী পুজো কোথায় কোথায় পালন হয়?
স্কুল, কলেজ, যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, পাড়ায় যৌথ উদ্যোগে মণ্ডপ গড়ে দেবী সরস্বতীর পুজো করা হয়। এছাড়া অনেক বাড়িতেই সরস্বতীর পুজো তো হয়ই।
পুরোহিতের আকাল
সরস্বতী পুজোর সংখ্যা একটা এলাকাতেই এত হয় যে পর্যাপ্ত পুরোহিত পাওয়া যায় না। এমনকী আগে থেকে বলে রাখা পুরোহিতও রাস্তা থেকে হাইজ্যাক হয়ে যায়। সেই কারণে অনেকে পুজো সময়মতো সেরে উঠতে পারেন না। বসে থেকে থেকে লগ্ন বয়ে যায়। তাই শেষমেষ পুরোহিত না পেলে কী করবেন? এই পরিস্থিতিতে পুরোহিত ছাড়া নিজেই বাড়িতে অগত্যা পুজো সেরে নিতে পারেন। তারই পদ্ধতি আপনাকে জানিয়ে দিই। তাতে সরস্বতী পুজোর পুন্য লাভে কোনও সমস্যা হবে না।
সরস্বতী পুজোর জন্য প্রয়োজনীয় সামগ্রী
১.দেবী সরস্বতীর মূর্তি বা ছবি নিশ্চয় রয়েছে। যেটিকে আপনি পুজো করবেন।
২. এক টুকরো পরিষ্কার সাদা রঙের কাপড় নিয়ে রাখুন।
৩. পদ্ম, লিলি, গাঁদা ও জুঁই ফুল-সহ অন্যান্য ফুল। হলুদ রঙের ফুল থাকা জরুরি।
৪. বেল পাতা ও আমের পল্লব
৫. হলুদ ও সিঁদুর
৬. কিছুটা চাল
৭. নারকেল ও কলা-সহ পাঁচ রকমের ফল
৮. পান, সুপারি ও একটি কলস
৯. ধূপকাঠি
১০. দোয়াত ও খাগড়ার কলম
কীভাবে করবেন সরস্বতী পুজো?
১. যিনি পুজো করবেন, তাঁকে সকালে উঠে সবার আগে স্নান সেরে নিতে হবে। স্নানের আগে গায়ে নিম ও হলুদ বাটা মেখে নিন।
২. এরপর পুজোর জায়গা পরিষ্কার করে সেখানে পিঁড়ির ওপর সাদা কাপড় পেতে নিন।
৩. পিঁড়িতে মা সরস্বতীর মূর্তি বা ছবি স্থাপন করে সামনে ঘট বসান। সেই ঘটে জল ভরে ঘটের ওপর আম্রপত্র রাখুন, এর ওপর একটি পান পাতা রাখুন।
৪. হলুদ, সিঁদুর, চাল, ফুল ও মালা দিয়ে পুজোর স্থান সাজিয়ে ফেলুন। দেবী সরস্বতীর এক পাশ রাখুন বই এবং দোয়াত ও কলম।
৫. শিক্ষা সংক্রান্ত বই, খাতা, পেনসিল, পেন, রং, তুলি, বাদ্যযন্ত্র এগুলি পুজোর স্থানে রাখতে পারেন। শিল্পীরা তাঁদের আঁকার তুলি দেবী মূর্তির একপাশে রেখে দিন।
৬. বাগদেবীর পাশে গণেশের মূর্তি স্থাপন করুন। এরপর সরস্বতী পুজোর মন্ত্র পাঠ করুন।
৭. প্রদীপ জ্বালিয়ে দেবীকে ভোগ নিবেদন করুন।
৮. সরস্বতী ঠাকুরকে বেলপাতা ও আমপাতা নিবেদন করুন। এরপর সরস্বতীর সামনে বসে ধ্যান করুন ও তাঁকে স্মরণ করুন।
৮. এরপর দেবীকে প্রণাম করে মুখে প্রসাদ দিয়ে উপবাস ভঙ্গ করুন।