Advertisement

Rahu Bad Effects: জীবন ছারখার করে দেয় রাহু, অশুভ ছায়া পড়ছে কিনা বুঝুন এই লক্ষণে

বিভিন্ন গ্রহের মধ্যে অন্যতম হল রাহু। একে ছায়াগ্রহ বলা হয়। বিশ্বাস করা হয়, রাহুর কুনজর পড়লে জীবন দুর্বিষয় হয়ে ওঠে। আবার রাহুর সুনজর পড়লে জীবনের পথচলা মসৃণ হয়। তাই ভাগ্যচক্রে রাহুর অবস্থান জানা খুব জরুরি। 

রাহুকে ছায়াগ্রহ বলা হয়।রাহুকে ছায়াগ্রহ বলা হয়।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Jul 2025,
  • अपडेटेड 3:50 PM IST
  • বিভিন্ন গ্রহের মধ্যে অন্যতম হল রাহু।
  • একে ছায়াগ্রহ বলা হয়।
  • বিশ্বাস করা হয়, রাহুর কুনজর পড়লে জীবন দুর্বিষয় হয়ে ওঠে।

চড়াই-উতরাই নিয়েই জীবন। জীবনের পথ সবসময় মসৃণ হয় না। কখনও সাফল্য আসে, আবার কখনও বাধা-বিপত্তি। অনেক সময়ই এমন পরিস্থিতিতে পড়তে হয় যে, তার কারণ আমরা কেউই বুঝতে পারি না। অনেক সময় শত চেষ্টা করলেও জটিল পরিস্থিতি থেকে বেরোনো যায় না। দুর্বিষয় হয়ে ওঠে জীবন। জ্যোতিষ মতে, গ্রহের খেলায় এমনটা ঘটতে পারে। 

বিভিন্ন গ্রহের মধ্যে অন্যতম হল রাহু। একে ছায়াগ্রহ বলা হয়। বিশ্বাস করা হয়, রাহুর কুনজর পড়লে জীবন দুর্বিষয় হয়ে ওঠে। আবার রাহুর সুনজর পড়লে জীবনের পথচলা মসৃণ হয়। তাই ভাগ্যচক্রে রাহুর অবস্থান জানা খুব জরুরি। 

অনেকেই রাহুর দোষে ভুক্তভোগী। কোষ্ঠীতে রাহুর অবস্থান ভাল না হলে নানা সমস্যার মধ্যে পড়তে হয়। রাহুর রোষে পড়লে জীবন দুর্বিষহ হয়ে ওঠে। রাহুর অশুভ ছায়া জীবনে পড়ছে কি না, তা এই লক্ষণগুলি দেখেই বুঝে নিন...

* যদি দেখেন, আর্থিক সমস্যা হচ্ছে এবং কিছুতেই সঞ্চয় করতে পারছেন না, তা হলে বুঝবেন রাহুর অশুভ প্রভাব পড়েছে।

* রাহুর অশুভ ছায়া পড়লে পরিবারে ঘন ঘন অশান্তি হবে। দাম্পত্য জীবনে নানা সমস্যা তৈরি হয়। 

* অনেক পরিশ্রমের পরও যদি দেখেন সাফল্য আসছে না, তা হলে বুঝবেন রাহুর খারাপ প্রভাব পড়েছে। 

* বাড়ির বৈদ্যুতিন সামগ্রী ঘন ঘন নষ্ট হয়ে গেলে বুঝবেন রাহুর খারাপ দৃষ্টি পড়েছে। 

* রাহুর দোষে অনেক সময় জাতকরা ভুল সিদ্ধান্ত নিতে পারেন।

* বাড়িতে লাল পিঁপড়ের সারি দেখতে পাওয়া গেলে বুঝবেন রাহুর অশুভ প্রভাব পড়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement