Advertisement

রাস্তায় বেরিয়ে হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলেন, কীসের ইঙ্গিত জানেন?

প্রতিটা মানুষ চান তাঁর জীবনে ভালো সময় আসুক। কিন্তু কখন সেই ভালো সময় শুরু হবে সেটা কেউ জানে না। তবে জীবনে এমন এমন ঘটনা ঘটে তারপরই বোঝা যায়, ভালো সময় আসতে চলেছে। সেগুলোকে ভালো সময়ের ইঙ্গিত বলা যায়।

Representative ImageRepresentative Image
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Aug 2025,
  • अपडेटेड 6:24 PM IST
  • প্রতিটা মানুষ চান তাঁর জীবনে ভালো সময় আসুক
  • কিন্তু কখন সেই ভালো সময় শুরু হবে সেটা কেউ জানে না

প্রতিটা মানুষ চান তাঁর জীবনে ভালো সময় আসুক। কিন্তু কখন সেই ভালো সময় শুরু হবে সেটা কেউ জানে না। তবে জীবনে এমন এমন ঘটনা ঘটে তারপরই বোঝা যায়, ভালো সময় আসতে চলেছে। সেগুলোকে ভালো সময়ের ইঙ্গিত বলা যায়। আসুন জেনে নিই কী কী সেই লক্ষণ। 

বৃষ্টিতে ভেজা : হয়তো আপনি বাড়ি থেকে রেইন কোট  বা ছাতা নিয়ে বেরিয়েছেন। কিন্তু তারপরও রাস্তায় বেরিয়ে হঠাৎ ভিজে গেলেন। তাহলে জানবেন আপনার ভালো সময় আসতে চলেছে। এর থেকে বোঝা যাবে, আপনার জীবনে অর্থের সমাগত হতে চলেছে। 

স্নান করার নিয়ম: স্নান কীভাবে করছেন তার উপরও নির্ভর করে আপনার ভাগ্য। বাস্তু মতে, পূর্ব দিকে মুখ করে স্নান করা খুব শুভ। বিশ্বাস করা হয়, পূর্ব দিকে স্নান করলে কেবল শরীর ও মন সতেজ হয় না, ভাগ্যও ফিরে আসে। 

টাকা হাত থেকে পড়ে গেলে : যদি কাউকে টাকা দেওয়ার সময় তা আপনার হাত থেকে পড়ে যায় তাহলে আতঙ্কিত হবেন না। বাস্তু মতে, এটি অত্যন্ত শুভ। এর অর্থ আপনার হাতেও অনেক টাকা আসবে। 

ঘণ্টার শব্দ শুনতে পাওয়া : ঘণ্টা বা শঙ্খের শব্দ শুনতে পাওয়া খুব শুভ। যদি ভোরবেলা ঘুম থেকে উঠে হঠাৎ ঘণ্টার শব্দ শুনতে পান তাহলে তা খুব শুভ বলে বিবেচিত হয়। এইরকম ঘটনা ঘটলে আপনার সঙ্গে ভালো কিছু হতে চলেছে। 

স্বপ্ন ও সঙ্কেত : বাস্তু মতে, নির্দিষ্ট কিছু স্বপ্ন দেখাকে শুভ বলে মনে করা হয়। যেমন স্বপ্নে সাদা পোশাক পরা,পদ্মফুল দেখা বা দেবদেবীর দর্শন এগুলোও ভালো সময়ের পূর্বাভাস দেয়।   
  
টাকা কুড়িয়ে পাওয়া : যদি রাস্তা দিয়ে হাঁটার সময় টাকা বা পয়সা কুড়িয়ে পান তাহলে সেটা খুব ভালো লক্ষণ। এর অর্থ টাকা-পয়সার মোড়কে আপনার কাছে লক্ষ্মীই এসেছেন। 

এছাড়াও যদি আপনার আটকে থাকা টাকা বহুদিন পর হঠাৎ ফিরে পান, হারানো সোনা বা গয়না খুঁজে পান তবে ইঙ্গিত খুব শুভ। এর অর্থ আপনি খুব দ্রুত ভালো সময়ের মধ্যে দিয়ে যেতে চলেছেন। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement