Advertisement

Crow Astrology: ঘরে কাক এসে কা কা করে ডাকলে কিসের ইঙ্গিত, শুভ না অশুভ, জানুন

আমাদের আশপাশে যেসব পাখি সাধারণত দেখা যায়, তার মধ্যে অন্যতম হল কাক। ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই কাকের ডাক পাওয়া যায়। আবার, দিনের শেষেও কাকের কা কা ডাক শোনা যায়। শাস্ত্রে কাকের বিশেষ গুরুত্ব রয়েছে। কাককে সাধারণত অশুভ বলে বিশ্বাস করা হয়। আবার, কাক কিছু কিছু ক্ষেত্রে খুবই শুভ। 

ফাইল চিত্র।ফাইল চিত্র।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Jul 2025,
  • अपडेटेड 3:05 PM IST
  • ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই কাকের ডাক শুনতে পাওয়া যায়।
  • দিনের শেষেও কাকের কা কা ডাক শোনা যায়।
  • শাস্ত্রে কাকের বিশেষ গুরুত্ব রয়েছে।

আমাদের আশপাশে যেসব পাখি সাধারণত দেখা যায়, তার মধ্যে অন্যতম হল কাক। ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই কাকের ডাক শুনতে পাওয়া যায়। আবার, দিনের শেষেও কাকের কা কা ডাক শোনা যায়। শাস্ত্রে কাকের বিশেষ গুরুত্ব রয়েছে। কাককে সাধারণত অশুভ বলে বিশ্বাস করা হয়। আবার, কাক কিছু কিছু ক্ষেত্রে খুবই শুভ। 

সাধারণত বিশ্বাস করা হয়, কাক মানেই অশুভ। তাই ঘরে কাক এলেই অনেকে তাড়িয়ে দেন। আবার, কাকের কা কা ডাক শুনলে অনেকেই মে করেন তা অশুভ ইঙ্গিত। তবে জ্যোতিষ মতে, কাক মানেই যে অশুভ তা, কিন্তু নয়। কাক অনেক সময় শুভ সঙ্কেতও দেয়। 

কাক কোন কোন ক্ষেত্রে শুভ? কাকের কা কা ডাক মানেই কি অশুভ? জেনে নিন বিশদে...

* জ্যোতিষ মতে, ভোরবেলা কাকের ডাক শুনতে পাওয়া খুবই শুভ। এতে দিন ভাল যায়। 

* রাতে কাকের ডাক শুনতে পাওয়া কিন্তু শুভ নয়। বিশ্বাস করা হয়, কোনও আসন্ন বিপদের ব্যাপারে কাক সতর্ক করছে। 

* দিনের বেলায় ঘরের জানলার বাইরে কাক এসে ডাকলে বুঝবেন কোনও খারাপ খবর পাবেন। 

* কাক আপনার দিকে তাকিয়ে এক ভাবে ডাকলে বুঝতে হবে, কাক আপনাকে মনের কথা শুনতে বলছে। 

কাককে খাওয়ানো কি শুভ?

অনেকেই ঘরে কাক এলে খেতে দেন। জেনে নিন, এটা আদৌ শুভ কি না...

শাস্ত্র মতে, রোজ কাককে খাবার দিলে নানা সুফল পাওয়া যায়। কাককে খাওয়ালে শনিদেব তুষ্ট হন। শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়। 

Read more!
Advertisement
Advertisement