Advertisement

IRCTC: গ্রীষ্মের ছুটিতে দেশের সব জ্যোতির্লিঙ্গ দর্শনে পুণ্যলাভে বিশেষ ট্রেন IRCTC-র, খরচ কেমন?

IRCTC: রেল জানিয়েছে, পূর্ব ভারতের যাত্রীদের কথা মাথায় রেখে প্রথমবার ট্রেনে জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য বিশেষ ভ্রমণ প্যাকেজ তৈরি করা হয়েছে। শীঘ্রই 'দেখো ভারত দেখো' প্যাকেজে ভারত গৌরব নামে ট্রেনটি চালু হতে চলেছে।

জ্যোতির্লিঙ্গজ্যোতির্লিঙ্গ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Apr 2023,
  • अपडेटेड 5:00 PM IST

পর্যটনকে উৎসাহিত করার জন্য IRCTC সময়ে সময়ে বিভিন্ন ট্যুর প্যাকেজ আনে। এই ট্যুর প্যাকেজের মাধ্যমে ভ্রমণকারীরা স্বল্প খরচে এবং বাজেটে ভারত এবং বিদেশের বিভিন্ন পর্যটন স্থান দেখার সুযোগ পান। এবার  বিহার এবং পূর্ব ভারতের জনগণের জন্য জ্যোতির্লিঙ্গ সহ দেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলি দেখার জন্য একটি বিশেষ তীর্থযাত্রা প্যাকেজ নিয়ে আসছে IRCTC।

কোন কোন তীর্থস্থান থাকছে?

রেল জানিয়েছে, পূর্ব ভারতের যাত্রীদের কথা মাথায় রেখে প্রথমবার ট্রেনে জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য বিশেষ ভ্রমণ প্যাকেজ তৈরি করা হয়েছে। শীঘ্রই 'দেখো ভারত দেখো' প্যাকেজে ভারত গৌরব নামে ট্রেনটি চালু হতে চলেছে। বিহার ও পূর্ব ভারতের মানুষকে উজ্জয়িনীর শ্রী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ, দ্বারকার নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দ্বারকাধীশ মন্দির, নাসিকের ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, সোমনাথ জ্যোতির্লিঙ্গ এবং সিরডি সাঁই বাবার দর্শনেরও ব্যবস্থা করা হবে। এছাড়া যাত্রীদের গুজরাতের বিখ্যাত স্ট্যাচু অফ ইউনিটি দেখানো হবে।

আরও পড়ুন

ভাড়া কত জানেন?

১১ রাত ১২ দিনের এই ট্যুর প্যাকেজের জন্য বুকিংও শুরু হয়ে গিয়েছে। এই ট্যুর প্যাকেজে ট্রেন ভ্রমণ ছাড়াও, বাস ভ্রমণ, হোটেল থেকে শুরু করে প্রাতঃরাশের ব্যবস্থাও রয়েছে। যাত্রীদের ৩টি ভিন্ন বিভাগে বুকিংয়ের বিকল্প দেওয়া হয়েছে। যাত্রীরা তাঁদের সুবিধা অনুযায়ী যে কোনও শ্রেণির টিকিট বুক করতে পারবেন। যাত্রীরা মাথাপিছু ২০ হাজার ৬০ টাকায় বাজেট ক্লাস, ৩১ হাজার ৮০০ টাকায় স্ট্যান্ডার্ড এবং ৪১ হাজার ৬০০ টাকায় লাক্সারি ক্লাস বুক করতে পারেন।

২০ মে যাত্রাশুরু ট্রেনের

পূর্ব মধ্য রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক বীরেন্দ্র কুমার জানিয়েছেন, এই ট্রেনটি ২০মে চালু হবে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে যাত্রী নিয়ে কিউল, বারাউনি, সমস্তিপুর, মুজাফফরপুর, পাটলিপুত্র, আরা, বক্সার হয়ে কলকাতা হয়ে ভারতের বিভিন্ন জ্যোতির্লিঙ্গ ও ধর্মীয় স্থানের উদ্দেশ্যে রওনা দেবে। ১১ রাত এবং ১২ দিনের যাত্রা শেষে এই ট্রেনটি কলকাতায় ফিরবে, যাত্রীদের তাদের নির্দিষ্ট স্টেশনে নামিয়ে দেবে।

Advertisement

এখান থেকে বুক করতে পারেন

এই স্পেশাল ট্রেনে যাত্রায় গাইড থেকে নিরাপত্তা ও মেডিক্যাল টিমের ব্যবস্থাও রয়েছে। রেলের তরফে বলা হয়েছে, মানুষ যদি এই যাত্রায় উৎসাহ দেখায়, তাহলে এই বিশেষ ট্রেনটি আরও চালানো হবে। আপনি যদি গ্রীষ্মের ছুটিতে তীর্থযাত্রার ইচ্ছেয় থাকেন তবে আপনার কাছে এই বিশেষ ট্রেনে বুকিংয়ের বিকল্প রয়েছে। আপনি যদি এই প্যাকেজ বুক করতে চান, তাহলে IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারেন। 
 

Read more!
Advertisement
Advertisement