
হিন্দু বাঙালির ধর্মীয় মানসে রাজসিক দেবী দুর্গা (পার্বতী) ও তামসিক কালীর পরেই স্থান সত্ত্বগুণের দেবী জগদ্ধাত্রীর (Devi Jagaddhatri)। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালী পুজো, ভাইফোঁটার পরে সকলে অপেক্ষায় থাকেন আরও এক বড় উৎসব- জগদ্ধাত্রী পুজোর (Jagaddhatri Puja)। পার্বতীরই অপর রূপ দেবী জগদ্ধাত্রী। জগতের ধাত্রী অর্থাৎ ধারণ কর্ত্রী।
কার্তিক মাসের শুক্ল নবমীতে হয় জগদ্ধাত্রী পুজো। দুই প্রথায় এই পুজো করার প্রচলন আছে। কেউ পুজো দুর্গাপুজোর ন্যায় চার দিন ধরে, সপ্তমী থেকে নবমী। আবার অনেকে নবমীর দিনই তিনবার পুজোর আয়োজন করেন। এবছর ৩০ অক্টোবর, বৃহস্পতিবার পড়েছে জগদ্ধাত্রী পুজোর নবমী তিথি। জেনে নিন, এই জগদ্ধাত্রী পুজোয় (Jagadhatri Puja Wishes) প্রিয়জনকে কী শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন আপনি।
জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা বার্তা (Jagadhatri Puja Message)
* প্রার্থনা করি আপনার জীবনের সমস্ত প্রতিবন্ধকরা কেটে যাক। জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা!
* জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা!
* আপনার ধন-সম্পদ, সুখ-শান্তি অক্ষয় হোক...শুভ জগদ্ধাত্রী পুজো!
* শুভ জগদ্ধাত্রী পুজো!
* দেবী জগদ্ধাত্রী পুজোর আগমনে আপনার ঘর হোক আলোয় ভরা, মন হোক প্রশান্তিতে ভরা আর জীবন হোক আনন্দে পূর্ণ।
* সকলকে সুন্দর ও বর্ণময় জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা।
* এই উৎসব আপনার জীবনে নিয়ে আসুক আনন্দ, সমৃদ্ধি। শুভ জগদ্ধাত্রী পুজো ২০২৫!
* সকলকে জানাই জগদ্ধাত্রী পুজোর আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।
* এই জগদ্ধাত্রী পুজোর শুভ মুহূর্তে সকলকে জানাই আন্তরিক শুভ কামনা।
* সকল কাজে আপনি যেন সাফল্য পান, সব স্বপ্ন যেন পূর্ণ হয়। সকলকে ভাল রাখো মা।
* শুভ জগদ্ধাত্রী পুজো ২০২৫! আপনার ও আপনার পরিবারকে অনেক শুভেচ্ছা।
* এই উৎসব আপনার জীবনে নিয়ে আসুক আনন্দ, সমৃদ্ধি। শুভ জগদ্ধাত্রী পুজো!
* প্রার্থনা করি এই জগদ্ধাত্রী পুজোয় আপনার জীবনের সমস্ত প্রতিবন্ধকরা কেটে যাক। শুভারম্ভ হোক আপনার জীবনে!
* মা জগদ্ধাত্রীর আশীর্বাদে আপনার জীবন হোক আলোয় ভরা, দূর হোক সকল দুঃখ-দুর্দশা, আর আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা।
* জগদ্ধাত্রী পুজোর আন্তরিক শুভেচ্ছা। আপনার এবং আপনার পরিবারের উপর দেবী জগদ্ধাত্রীর আশীর্বাদ বর্ষিত হোক। সুখী থাকুন, সুস্থ থাকুন।
* দেবী জগদ্ধাত্রী আপনাকে সুখ ও সমৃদ্ধি দান করুক। জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা সকলকে।
* আপনার পরিবার মায়ার বাঁধনে জড়িয়ে থাকুক। মা জগদ্ধাত্রী সর্বদা আপনাদের উপরে থাকুক। জগদ্ধাত্রী পুজোর প্রীতি ও শুভেচ্ছা।
* আপনাকে ও আপনার পরিবারকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা। শুভ হোক সব।